বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল, দাবি আইনজীবী মহেশ জেঠমালানির, বহাল থাকল মামল

আরজি কর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হল বিনীত গোয়েলকে। তবে, সিপি পদ হারালেও তিনি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে, আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

২৪ ঘন্টা আগে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিনীত গোয়েলকে। তাঁকে অপসারণের দাবিতে আগেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাঁকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা দায়ের হয়েছিল, সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল। সিপি থেকে এখন তো উনি এডিজি।

এই কথার আপত্তি জানিয়ে বিনীত গোয়েলের আইনজীবী বলেন, ইতিমধ্যে তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তাই এই আবেদনের কোনও গুরুত্ব নেই। তবে, এই মামলা শুনানি মুলতবি রাখা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, আরজি কর সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু সুপ্রিমকোর্টে বিচারধীন তাই জুডিশিয়াল প্রটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি থাকবে।

Latest Videos

৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এর পর থেকে চলছে প্রতিবাদ। আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের দাবি মেনে মঙ্গলবার বিকেলে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে এসেছেন মনোজ বর্মা। বিনিত গোয়েলকে পাঠানো হয়েছে টাস্ক ফোর্সের এডিজি পদে। তবে, সিপি পদ থেকে সরলেও এখনও তিনি আলোচনার শীর্ষে।

আরজি কর কাণ্ড নিয়ে এখনও চলছে প্রতিবাদ। জুনিয়র ডাক্তাররা তাদের দাবি নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাদের দাবিতে এখনও অনড় তাঁরা।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ