'পদ্ম-কাঁটা' দিলীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত RSS-এর, তবে কি তৃণমূলেই যাচ্ছেন প্রাক্তন সভাপতি

Published : May 03, 2025, 12:02 PM IST

Dilip Ghosh: দিলীপ ঘোষ বনাম বিজেপি নেতাদের তরজা ভোটের আগের বছরই কাদা ছোঁড়াছুঁড়ির পর্যায় পৌঁছে গিয়েছে পদ্ম শিবিরে। তাকে ব্যক্তিগত ক্ষতি যেমন নেতাদের হয়েছে তেমনই ক্ষতি হয়েছে দলের। তেমনই মনে করছে বিজেপির একাংশ।

PREV
112
বিজেপির কাঁটা দিলীপ ঘোষ

দিঘার জগন্নাথ মন্দির দর্শন করে বিজেপি আর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘরের 'কাঁটা' হয়ে গেছেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ। তাঁকে নিয়ে এবার কী করবে গেরুয়া শিবির। শুরু হয়েছে আলোচনা।

212
ঠোঁট কাটা দিলীপ

রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ ঠোঁটকাটা হিসেবেই পরিচিত। তাঁর দিঘার জগন্নাথ দর্শন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক গেরুয়া শিবিরকে যত না কষ্ট দিয়েছে তার থেকেও বেশি কষ্ট দিয়েছে বিজেপি নেতাদের তীব্র সমালোচনা।

312
কাদা লেগেছে পদ্ম শিবিরে

দিলীপ ঘোষ বনাম বিজেপি নেতাদের তরজা ভোটের আগের বছরই কাদা ছোঁড়াছুঁড়ির পর্যায় পৌঁছে গিয়েছে পদ্ম শিবিরে। তাকে ব্যক্তিগত ক্ষতি যেমন নেতাদের হয়েছে তেমনই ক্ষতি হয়েছে দলের। তেমনই মনে করছে বিজেপির একাংশ।

412
বিজেপি ও দিলীপের পরবর্তী সিদ্ধান্ত কী?

এই অবস্থায় কী হবে বিজেপির পরবর্তী সিদ্ধান্ত- তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষও কি আর বিজেপিতে থাকবেন নাকি দল ছাড়বেন। তাঁর তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর হেসে হেসে কথা বলা মোটেও ভাল চোখে নিচ্ছে না দলের একাংশ।

512
RSS-এর পদক্ষেপ

বিজেপির একটি সূত্রের খবর দিলীপ ঘোষের কাজকর্মে মোটেও ভাল চোখে দেখছে RSS। ইতিমধ্যেই দিলীপ ঘোষকে নিয়ে একপ্রস্থ আলোচনা হয়ে গেছে।

612
নাড্ডার সঙ্গে আলোচনা

দিলীপ ঘোষ ইস্যুতে RSSএর অরুণ কুমারের সঙ্গে আলোচনা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সেখানেই দিলীপ ঘোষকে নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

712
ডাকবে না দিলীপকে

সূত্রের খবর সংঘের নির্দেশ আপাতত বিজেপির কোনও বৈঠকে ডাকা হবে না দিলীপ ঘোষকে। আগামী ৬ এপ্রিল বিজেপি রাজ্য স্তরের বৈঠক রয়েছে। সেখানে দিলীপকে ডাকা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।

812
দিলীপ ঘোষকে বয়কট!

বিজেপি সূত্রের খবর আপাতত দিলীপ ঘোষকে বিজেপির কোনও কর্মসূচিতে না ডাকার সিদ্ধান্ত হয়েছে। আবার দিলীপ ঘোষ কোনও কর্মসূচি গ্রহণ করলে সেখানে বিজেপি নেতাদের যোগ না দিতে বলা হয়েছে। যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

912
জল মাপছে বিজেপি?

আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। দিলীপ ঘোষ রাজ্যে জনপ্রিয় নেতা। তাঁর একটি নির্দিষ্ট অনুগামী রয়েছে। আর সেই কারণেই দিলীপ ঘোষকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে জল মাপছে বিজেপির শীর্ষ নেতৃত্ব- তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

1012
দিলীপের পাল্টিতে বিজেপির ক্ষতি

রাজ্য বিজেপির সক্রিয় নেতা হিসেবেই পরিচিত ছিলেন দিলীপ ঘোষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর সরকারের তীব্র সমালোচনা করে আসছেন। দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের একাধিক ইস্যু নিয়ে তিনি যথেষ্ট সরব ছিলেন। কিন্তু দিঘার মমতার সান্নিধ্য - সেই ছবি বদলে দিয়েছে বলেও মনে করছেন অনেকে।

1112
কিন্তু কেন?

কিন্তু কেন দিলীপের এই বদল? প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও দিলীপ জানিয়েছেন তিনি বিজেপিতে আছেন আর থাকবেন। কিন্তু তাঁর কাজকর্ম অন্য কথা বলেছেন। দিলীপও এবার জল মাপছেন বিজেপির। আর সেই কারণেই কী দিঘা যাত্রা! প্রশ্ন উঠলেও উত্তর নেই। কারণ দিলীপ যেমন দলবদল নিয়ে আনুষ্ঠানিক কিছু বলেননি তেমনই বিজেপি নেতারাও দলের নির্দেশে মুখে কুলুপ এঁটেছে।

1212
দিলীপ তৃণমূলে যাবেন?

ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে দিলীপ ঘোষ বিজেপিতে যাবেন কিনা তা নিয়ে। রাজ্য বিজেপিতে দিলীপ আর শুভেন্দু দুই মেরুর বাসিন্দা বলেও পরিচিত। দিলীপও দিঘা থেকে নাম করেই নিশানা করেছেন শুভেন্দুকে। তাঁর স্ত্রীও একই পথ নিয়েছেন। যদিও পাল্টা তেমন কিছু বলেননি। তাই প্রশ্ন কোন পথে দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ। 

Read more Photos on
click me!

Recommended Stories