- Home
- West Bengal
- West Bengal News
- স্বামীর সুরে সুর মেলালেন রিঙ্কু ঘোষ, দিলীপকে আগলে রেখে তুলোধনা করলেন সমালোচকদের
স্বামীর সুরে সুর মেলালেন রিঙ্কু ঘোষ, দিলীপকে আগলে রেখে তুলোধনা করলেন সমালোচকদের
Rinku Ghosh: দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছে তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষ। স্বামীর পাশে দাঁড়িয়ে নাম না করে তিনিও দিলীপের সুরে সুর মিলিয়ে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীরে।

বিতর্কে দিলীপ ঘোষ
কয়েক দিনের মধ্যে পরপর বিতর্কে জড়াচ্ছেন দিলীপ ঘোষ। প্রথম চর্চা শুরু হয়েছিল তাঁর বিয়ে নিয়ে। দ্বিতীয় চর্চা তাঁর দিঘার জগন্নাথ মন্দির দর্শন নিয়ে।
মমতার পাশে দিলীপ
দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি সস্ত্রীক দিলীপ ঘোষ দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
বিজেপির নিশানায় দিলীপ
দিলীপ ঘোষের দিঘা যাত্রার পর দলের একাংশ তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। নাম না করেই দলের প্রথম সারির নেতারা নিশানা করেছে। কিন্তু একাংশ পাশে দাঁড়িয়েছে দিলীপের। দিলীপের সৌজন্যবোধের প্রশংসা করেছে।
পাশে স্ত্রী
এই অবস্থায় দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছে তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষ। স্বামীর পাশে দাঁড়িয়ে নাম না করে তিনিও দিলীপের সুরে সুর মিলিয়ে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীরে।
স্ত্রীর বার্তা
স্ত্রী রিঙ্কু বলেছেন, 'উনি (দিলীপ) ব্যতিক্রমী। বড় বড় নেতা-মন্ত্রীদের থেকেও আলাদা উনি। সেই কারণেই এত জনপ্রিয়তা ওঁর। আমি আসলে বারণই করেছিলাম । ২৪ ঘণ্টা আগেও বারণ করি। বলেছিলাম, না গেলেই ভাল হয়। কিন্তু ওঁর ইচ্ছে ছিল। আমি ওঁর সঙ্গে আছি।'
রিঙ্কুর নিশানায় দলবদলুরা
রিঙ্কু ঘোষ এখানেই থামেননি। তিনি আরও বলেছেন, 'যাঁরা বিজেপিতে ইম্পোর্টেড প্রবলেমটা তাদেরই বেশি। দেখুন তারাই বেশি প্রতিবাদ জানাচ্ছে। যাদের নিজেদের একাধিক আদর্শ ছিল আমাদের একটাই আদর্শ। আমি সিপিএম, তৃণমূল বা কংগ্রেস থেকে আসিনি।'
মমতার সঙ্গে কথা
মমতার সঙ্গে কী কথা হল সেই প্রসঙ্গে রিঙকু জানিয়েছেন, কথা আর কী হবে!নেহাতই সৌজন্যতা। কারও সঙ্গে কথা বললেই কি আদর্শ পালটে যায়।কখনও নয়। তাও আবার আমাদের মতো মানুষের কোনও দিন পালটাবে না। এলাকাতেও বিরোধীদের সঙ্গে সৌজন্যের খাতিরে কথা বলি আমরা।
স্বামীর সঙ্গে চা চক্রে
দিঘা থেকে ফেরার পথে কোলাঘাটে স্বামীর সঙ্গে চা চক্রে গিয়েছিলেন রিঙ্কু ঘোষ।
ঠান্ডা রেখেছেন মেজাজ
তবে প্রবল সমালোচনার মুখে পড়ে দিলীপ ঘোষ যখন মেজাজ হারাচ্ছেন, তখন অত্যন্ত শান্ত ছিলেন রিঙ্কু। তিনি আগলে রাখছেন দিলীপ ঘোষকে।
দল নিয়ে মন্তব্য
কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়ে রিঙ্কু বলেছেন দলে বর্তমানে তিনটি লাইন চলছে। যদিও বিক্ষোভকারী বিজেপি নেতা কর্মীরা জানিয়েছেন দলে কোনও লাইন নাই।
মমতার পাশে সস্ত্রীক দিলীপ
বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বলেছিলেন দিলীপ ঘোষ আর স্ত্রী রিঙ্কু। এই ঘটনার ভিডিও আর ছবি শেয়ার হতেই চলে লাল হয়ে যায় বিজেপির নিচু তলার কর্মীরা
তারপরই নিশানা দিলীপকে
এই ঘটনার পরই বিজেপিরই একাংশ নিশানা করেন দিলীপ ঘোষকে। যদিও দলের রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতা এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেননি।
দিলীপের দলবদলের জল্পনা
যদিও দিলীপের দিঘা যাত্রী নিয়ে তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে। অনেকে আবার বলেছেন ২১ জুলাইয়ের মঞ্চে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে তৃণমূলের যোগ দিতে পারেন।
অসীম সরকারের বার্তা
দিলীপ ঘোষের দিঘা যাত্রা নিয়ে বিজেপি নেতা অসীম সরকার বলেছেন, 'দিলীপ ঘোষ পরবর্তীতে কী পদক্ষেপ করতেন, তা দেখে মন্তব্য করা উচিত ছিল। দিলীপ ঘোষ ওতো কাচা রাজনীতিবিদ নন। হয়তো বৌদি বলেছিলেন, দিঘাতে এবার আমরা হানিমুনটা করি। দিলীপদা দেখলেন, এক কাজে দুই কাজ হবে, মুখ্যমন্ত্রীও আমাদের নিমন্ত্রণ করেছেন, তাহলে জগন্নাথ প্রভু দর্শনও হবে, হানিমুনও হয়ে যাচ্ছে।'
দিলীপের পাশে
একাংশ যেমন দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, তেমনই দিলীপ ঘোষ পাশে পেয়েছেন অসীম সরকার, ফাল্গুনী পাত্র, খগেন মুর্মুর মত নেতা-নেত্রীদের।

