WB State Govt Employee: বেতন বাড়ছে কর্মীদের! মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণায় খুশির জোয়ার রাজ্য জুড়ে

Published : Mar 12, 2025, 06:39 PM ISTUpdated : Mar 12, 2025, 06:40 PM IST

রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সমস্যা মিটতে চলেছে। নবান্ন বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারে, যেখানে কর্মীদের বেতন ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতন বৃদ্ধি হবে।

PREV
19

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা থাকলেও তা দ্রুত সমাধা হতে পারে। এমনটাই আভাস দিতে পারে নবান্ন। যার জেরে মুখে হাসি ফুঁটবে কর্মীদের।

29

মনে করা হচ্ছে এবার থেকে প্রতি মাসে হাতে প্রচুর পরিমাণে টাকা আসবে কর্মীদের। পশ্চিমবঙ্গ সরকার এই কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করতে পারে।

39

এক ঝটকায় ১৬,০০০ টাকা থেকে ৩৮,০০০ টাকা! এপ্রিলে বেতন বৃদ্ধি। নবান্ন ইতিমধ্যেই বেতন বৃদ্ধির বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে।

49

কর্মীদের একাংশের দাবি পশ্চিমবঙ্গ সরকারের নবান্নের এক বিজ্ঞপ্তি অনুসারে, এই বছরের ১ জানুয়ারি থেকে এই কর্মচারীদের মাসিক বেতন বৃদ্ধি পাবে।

59

নবান্নের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। অভিজ্ঞতার ভিত্তিতে এই কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

69

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের বেতন বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

79

৫, ১০, ১৫ এবং ২০ বছর ধরে কর্মরত ড্রাইভারদের জন্য নতুন বেতন স্কেল এমন হতে পারে। ১২. ৫ বছরের অভিজ্ঞতা: ২০,০০০ টাকা ১০ বছরের অভিজ্ঞতা: ২৫,০০০ টাকা ১৫ বছরের অভিজ্ঞতা: ৩১,০০০ টাকা ২০ বছরের অভিজ্ঞতা: ৩৮,০০০ টাকা

89

জানা গেছে যে কেন্দ্রীয় সরকার চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন বৃদ্ধি করেছে। 

99

প্রাথমিকভাবে, এটি ২,৫০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত সকল ড্রাইভারের সর্বনিম্ন বেতন এখন প্রতি মাসে ১৬,০০০ টাকা হবে।

click me!

Recommended Stories