একধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ছে বেতন! আচমকা সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

দারুণ খবর সরকারি কর্মীদের জন্য। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা না বাড়লেও এবার মাইনে বা বেতন বাড়ানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। একধাক্কায় বেতন বাড়ানো হয়েছে দ্বিগুণ। বছরের শেষের দিকে মাইনে বাড়ছে সরকারের অধীনে থাকা কর্মীদের।

Parna Sengupta | Published : Nov 15, 2024 5:23 AM IST
110

মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য বনাম কর্মচারীদের বিরোধ চলছেই। কেন্দ্রীয় সরকার সময়ে সময় DA বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের কপালে কিছুই মিলছে না। তাই একপ্রকার ক্ষুদ্ধ কর্মীরা।

210

তবে এবার খুশির খবর মিলল কিছু সংখ্যক কর্মীদের জন্য। বছরের শেষের দিকে মাইনে বাড়ছে সরকারের অধীনে থাকা কর্মীদের। এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা।

310

রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পে লোক নিয়োগ করা হয়। এমনই একটি প্রকল্প হল ‘কর্মবন্ধু প্রকল্প’। এতদিন পর্যন্ত এই কর্মচারীরা মাসে ৩০০০ টাকা করে পেতেন।

410

তবে এবার জানা যাচ্ছে সেটা বাড়িয়ে ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে। বিগত সেপ্টেম্বর মাস থেকেই নতুন ভাতা কার্যকর করা হচ্ছে।

510

ফলে সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাসের বকেয়া টাকাও পাওয়া যাবে। স্বভাবীভাবেই এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর খুশি কর্মবন্ধু কর্মীরা।

610

রাজ্যের বিভিন্ন পৌরসভার আওতায় সাফাইকর্মী থেকে নৈশপ্রহরী হিসাবে ও ভূমি ও ভূমি রাজস্ব দফতরে কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নেওয়া হয়েছিল।

710

২০১৭ সালে এই প্রকল্পে কর্মরত কর্মীদের ভাতা ছিল মাত্র ৩০০০ টাকা। পরবর্তীকালে বহুবার এই টাকা বাড়ানোর দাবি করা হয়েছিল।

810

তবে এবার সেটা একধাক্কায় ২০০০ টাকা বাড়িয়ে ৫০০০ টাকা করে দেওয়া হল। নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা জারি করেছেন অতিরিক্ত চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র।

910

নির্দেশিকা আসার পর সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে শাসকদলের কর্মচারী সংগঠন।

1010

তৃণমূলের কর্মচারী ফেডারেশনের তরফ থেকে প্রতাপ নায়েক জানান, ‘আমরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলাম। এতদিনে রাজ্য সরকার দাবি মেনে নিল। এর জন্য ধন্যবাদ’।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos