DA Hike News: সরকারি কর্মীদের বেতন আর ৫০ হাজারের নীচে নয়! কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Apr 17, 2025, 09:54 AM IST

৫০ হাজার টাকার নিচে আর মাইনে হবে না সরকারি কর্মীদের। এবার এমনই সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। কড়া পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
18

৫০ হাজার টাকার নিচে আর মাইনে হবে না সরকারি কর্মীদের। এবার এমনই সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। কড়া পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

28

কিন্তু কীভাবে বাড়াবেন বেতন? জানা গিয়েছে সপ্তম বেতন কমিশনের ঘোষণার কারণেই এক ধাক্কায় অনেক টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার।

38

যার ফলে এবার নূন্যতম বেতন হবে ৫০ হাজার টাকা। রাজ্য সরকারের তরফে এল এমনই ঘোষণা। মারাত্মক হারে মূল্যবৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

48

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এবার সরকারি কর্মীদের মন জয় করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

58

বহুদিন ধরেই DA নিয়ে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএ পেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছেন তাঁরা। এ ছাড়াও কেন্দ্রের সঙ্গে রাজ্যের বেশ অনেকটাই DA-র ফারাক রয়েছে।

68

ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। এরফলে বেশ অনেকটাই তফাৎ হয়ে গিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বেতনের মধ্যে।

78

এবার সেই ফারাক ঘোচাতেই দারুণ ঘোষণা করতে চলেছে মমতা সরকার। একধাক্কায় দ্বিগুণরেও বেশি বেতন বাড়ানো হবে বলে সরকারি কর্মীদের। এমনই জানা গিয়েছে বিভিন্ন মহলে।

88

যদি সব ঠিকঠাক থাকে তাহলে অতি শিঘ্রই এই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরই সুখবর আসতে পারে সরকারি কর্মীদের জন্য।

click me!

Recommended Stories