কদিন ধরে এক অদ্ভুত খেলা চলছে আবহাওয়ার। সকাল থেকে তীব্র গরম আর সন্ধ্যার পর থেকে হচ্ছে হালকা বৃষ্টি।
এমন আবহাওয়া চলবে আগামী শনিবার পর্যন্ত। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। কলকাতার আকাশ সকালে পরিষ্কার থাকলেও বেলায় আংশিক মেঘলা হবে আকাশ।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দুপুরে অস্বস্তি বাড়বে।
আজ বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। তবে, তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না।
আজ শুধু নয়, শুক্রবার পর্যন্ত বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিচাপ প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
এদিকে গতকাল অর্থাৎ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে আজ মিলতে পারে স্বাস্তি। বিকেলের পর শান্ত হবে আবহাওয়া। হতে পারে বৃষ্টি।
Sayanita Chakraborty