জানুয়ারিতেই DA বৃদ্ধি! গতবারের মতই ডিসেম্বরেই ঘোষণা হতে পারে মহার্ঘ ভাতার কথা

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। আগামী মাসেই যেমন সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা। তেমনই বাড়তে পরে মহার্ঘ ভাতা।

 

Saborni Mitra | Published : Dec 9, 2024 9:01 PM
110
মহার্ঘ ভাতা

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কাণ দীর্ঘ দিন ধরেই ডিএ নিয়ে জটিলতা রয়েছে। কিন্তু তারমধ্যেই ডিএ বাড়তে পারে বলে জল্পনা তুঙ্গে।

210
জানুয়ারিতেই ডিএ

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে জানুয়ারিতে আবার বাড়তে পারে রাজ্য সরকরি কর্মীদের ডিএ।

310
কেন্দ্রীয় সরকারের ডিএ

দীপাবলির সময়ই কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল। তারপর কেন্দ্রের পথে হেঁটে একাধিক রাজ্য সরকার ডিএ বাড়়িয়েছিল। কিন্তু এই রাজ্যে বাড়েনি ডিএ।

410
ডিএ নিয়ে আশার কারণ

চলতি বছর জানুয়ারিতে ডিএ বাড়ান হয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের। আর সেই কারণে এবার আবার ২০২৫ সালের জানুয়ারিতেও ডিএ বাড়তে পারে বলে আশা সরকারি কর্মীদের।

510
দুইবার ডিএ বৃদ্ধি

চলতি বছর জানুয়ারির পরে আবার এপ্রিলে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। তাই এবারও জানুয়ারিতে ডিএ বাড়তে পরে বলে আশা করছে।

610
ডিসেম্বরেই ঘোষণা!

২০২৩ সালে ডিসেম্বর মাসে একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেই ডিএ কার্যকর হয়েছিল জানুয়ারি থেকে। এবারও একই ঘটনা ঘটতে পারে বলে অনুমান।

710
জানুয়ারিতে ডিএ মামল

অন্যদিকে ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা। তার আগে আরও একদফা ডিএ বাড়তে বলেও আশা করছে ওয়াকিবহাল মহল।

810
বর্তমানে মহার্ঘ ভাতা

চলতি বছর দুই দফায় ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মীদের। দুইবার ডিএ বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডিএ পৌঁছেছে ১৪ শতাংশ।

910
কেন্দ্রের ডিএ

দীপাবলির সময়ে কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র। যার কারণে বর্তমানে কেন্দ্রের কর্মীর ৫০ শতাংশ হারে ডিএ পান।

1010
ডিএর ফারাক

এই অবস্থায় রাজ্যের সঙ্গে কেন্দ্রের কর্মীদের ডিএ-তে ফারাক হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos