মেঘলা আকাশ আর নিম্নচাপের কারণে তাপমাত্রাও অনেকটা চড়বে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস তাপমাত্রা আগামী তিন দিন বাড়বে।
নিম্নচাপের অবস্থান
নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে যাবে।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার পতন
দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলির তপমনাত্রা অনেকটাই নিম্নগামী। দার্জিলিংএর তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। আগামিকাল তপমাত্রা আরও একটু বাড়বে বলেও পূর্বাভাস।
শীত হাওয়া চলতি সপ্তাহে
চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের রিপোর্টে। উত্তর-পশ্চিম শীতল হাওয়ার পরিবর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পূর্ব দক্ষিণ বাতাসে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
শীত নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে বাধা পাচ্ছে শীত। তবে হাড় কাঁপানো শীত পড়তে খুব একটা দেরী হবে না বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বারবার বাধাপ্রাপ্ত শীত
চলতি বছর ডিসেম্বর মাসের প্রথম পর্ব পর্যন্ত বারবার বাধা প্রাপ্ত হচ্ছে শীত। এর আগে দানা আর ফাঙ্গেল ঘূর্ণিঝড়ের কারণে বাধা পেয়েছিল শীত।