সেমিনার হলে গিয়ে তরুণী চিকিৎসককে মৃত অবস্থায় পায় সঞ্জয়! পলিগ্রাফি টেস্টে ভয়ঙ্কর দাবি অভিযুক্তের

Published : Aug 27, 2024, 09:01 AM IST
Sanjay Roy polygraph test

সংক্ষিপ্ত

সেমিনার হলে গিয়ে তিনি তরুণী চিকিৎসককে মৃত অবস্থায় পায় সঞ্জয়! পলিগ্রাফি টেস্টে ভয়ঙ্কর বয়ান দিল অভিযুক্ত

আরজিকর কাণ্ডের রহস্যভেদে ধৃত সঞ্জয় রায় পলিগ্রাফি টেস্ট নেওয়া হয়েছে রবিবার। একের পর এক বিস্ফোরক দাবি উঠে এসেছে এই টেস্টে।

পলিগ্রাফি টেস্টে কী বলেছেন সঞ্জয়?

তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। কলকাতা পুলিশের কাছে নিজের অপরাধ শিকার করে নিলেও সিবিআই তদন্ত ভার হাতে নিতেই ৩৬০ ডিগ্রি পালটে যায় সঞ্জয়।

সম্প্রতি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলেই দাবি করেছেন ধৃত সঞ্জয় রায়। জানা গিয়েছে, জেলে থাকা গার্ডকেও তিনি বলেছেন যে ধর্ষণ ও খুনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। এবার পলিগ্রাফি রিপোর্টেও দিলেন একই বয়ান।

টাইমস অফ ইন্ডিয়ার বয়ান অনুযায়ী জানা গিয়েছে, লাই ডিটেক্টর টেস্টে বহু ভুয়ো তথ্য দিয়েছে সঞ্জয়। পরীক্ষা নেওয়ার সময় অত্যন্ত উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠেছেন মূল অভিযুক্ত।

পলিগ্রাফির টেস্টে ধৃত সঞ্জয় রায় জানান, "সেমিনার হলে গিয়ে তিনি তরুণী চিকিৎসককে মৃত অবস্থায় পায়। ওই অবস্থায় চিকিৎসককে পড়ে থাকতে দেখে সে পালিয়ে যায় বলে জানিয়েছেন সঞ্জয়।"

পুলিশের রিপোর্ট অনুযায়ী জানা যায়, ধৃতের বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে। তদন্তকারী দলের এক অফিসারের কাছে থেকে জানা যায়, "তরুণী চিকিৎসকের মৃত্যুতে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও কেন ঘটনাস্থলে গিয়েছিল এবং মুখেই বা কেন আঘাত লাগল সেই বিষয়ে যুক্তিপূর্ণ কোনও বয়ান দিতে পারেনি সঞ্জয়"।

 

PREV
click me!

Recommended Stories

Hooghly News: ফর্ম ৭ জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা! চন্দননগরে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
Samik Bhattacharya: রাজ্যে SIR মমতাকে তোপ শমীকের! করলেন নির্বাচন কমিশনের কাছে বিরাট দাবী