বেলুচিস্তানে ভয়াবহ হামলা! ৭৩ জনের মৃত্যু, সন্ত্রাসে কেঁপে উঠল পাকিস্তান

বেলুচিস্তানে ভয়াবহ হামলা! ৭৩ জনের মৃত্যু, সন্ত্রাসে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে দুষ্কৃতীদের হামলা!

দুষ্কৃতীদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীরা ও জঙ্গিদের যুদ্ধে বহু হতাহতের খবর পাওয়া গিয়েছে।

Latest Videos

পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে যে, প্রায় ১৪ জন সৈনিক ও পুলিশ এবং ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

দুষ্কৃতীরা মহাসড়কে বাস ও ট্রাক লক্ষ্য করে গুলি চালায় এবং বেসামরিক লোকদের হত্যা করার চেষ্টা করে বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী বলেছেন যে, ৩৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের মধ্যে ২৩ জনকে সড়কপথে হামলার সময় হত্যা করা হয়,দুষ্কৃতীরা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করার পর অনেককে গুলি করে এবং যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

জানা গিয়েছে সাধারণ মানুষকে গাড়ি থেকে টেনে বের করে তাদের পরিবারের সামনে গুলি করা হয়। খবরে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা মহাসড়ক অবরোধ করে যাত্রীদের তাদের গাড়ি থেকে নামতে বাধ্য করে। সন্ত্রাসীরা তাদের পরিচয়পত্র পরীক্ষা করার পর যাত্রীদের গুলি করে। মুসাখাইল এলাকায় মহাসড়কে প্রায় ৩৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

সন্ত্রাসীরা প্রতিবেশী ইরানের সঙ্গে রেল সংযোগেও হামলা চালায়, রেলওয়ের কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন নিরাপত্তা স্টেশনগুলিতে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News