চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। তবে জয় পেয়েই বললেন বিস্ফোরক তথ্য। তিনি নাকি জেলে যাচ্ছেন! কিন্তু কেন?
অনুব্রত মণ্ডল-হীন রাঙামাটির দেশে বড় মার্জিনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এই নিয়ে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। তবে জয় পেয়েই বললেন বিস্ফোরক তথ্য। তিনি নাকি জেলে যাচ্ছেন! কিন্তু কেন? তাহলে কি এবার তৃণমূলের এই নেত্রী ইডি সিবিআইয়ের রাডারে রয়েছেন!
কী হতে চলেছে
বীরভূমের একচ্ছত্র সম্রাট অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই জেলার কোর কমিটিতে ক্ষমতা বাড়ে শতাব্দীর। কেষ্ট ছাড়া এবার প্রথম লোকসভা ভোট হল বীরভূমে। অভিভাবক অনুব্রত না থাকলেও সেখানে তৃণমূলের জয়জয়কার। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে সেখানে। অনুব্রত মণ্ডল নেই বলেই কী এতটা শান্তিতে মিটল সব? এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই শতাব্দী বলেন, “বিষয়টি তা নয়। আসলে ভোট পরবর্তী কোনও অসুবিধা হয়নি। তারা কোনও উত্তেজনার মুহূর্তে পা দেননি। কর্মীরাও সবসময় সজাগ ছিলেন। মানুষ সচেতন ছিলেন।”
বর্তমানে তিহাড় জেলে বন্দী রয়েছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বাংলায় না থাকলেও রাজ্য-রাজনীতিতে তার অবদান ভোলেনি দল। মাঝে-মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আসে কেষ্ট নাম। তবে এবার সেই কেষ্টর অনুপস্থিতিতেই চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। এরই মাঝে শতাব্দী জানালেন অনুব্রতর সঙ্গে দেখা করতে তিহাড় যাবেন তিনি।
২০২২ এর মাঝের দিকে গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হন দাপুটে নেতা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহাড় জেল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।