বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে নিম্নচাপ! বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ঝড়-বৃষ্টির আশঙ্কা

Published : Aug 18, 2025, 07:08 AM IST

পশ্চিমবঙ্গে সোমবার থেকে বুধবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা।

PREV
15

সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ওড়িশা অন্ধ্র উপকূলের নিম্নচাপটি ছত্তিশগড়ের উপর অবস্থান করেছে। এটি গুজরাটের দিকে যাবে। যার কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বঙ্গে।

25

আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হল ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দিনভর মেঘলা আকাশই থাকবে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-এ বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে।

35

সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। যার কারণে নতুন করে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। ফের বদলে যেতে পারে বঙ্গের আবহাওয়া। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে। ফের বদলে যেতে পারে বঙ্গের আবহাওয়া।

45

তবে ভারী ও প্রবল বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমছে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

55

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই সতর্ক করছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী ও প্রবল বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমছে।

Read more Photos on
click me!

Recommended Stories