ফের বদলে যেতে পারে বঙ্গের আবহাওয়া। ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার কারণে সোমবার থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে।
ফের বদলে যেতে পারে বঙ্গের আবহাওয়া। ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার কারণে সোমবার থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে। যার কারণে নতুন করে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।
26
নিম্নচাপের ভ্রুকুটি
সোমবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচার দানা বাঁধতে পারে। ওড়িশা অন্ধ্র উপকূলের নিম্নচাপটি ছত্তিশগড়ের উপর অবস্থান করেছে। এটি গুজরাটের দিকে যাবে। যার কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বঙ্গে।
36
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই সতর্ক করছে হাওয়া অফিস।
সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী ও প্রবল বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমছে।
56
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হল ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দিনভর মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বুধ ও শুক্রবারে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
66
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গে চার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-এ বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে।