অন্যদিকে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পূর্ব রেল যাত্রীদের সুবিধার্থে একাধিক পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। হাওড়া, রামপুরহাট, শিয়ালদহ, আমতা, গোপালপুর ও পাঁশকুড়া রুটে বিশেষ ট্রেন চালু থাকবে। যাত্রীরা যাতে ভিড়ের সময় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ পরিষেবা চালু করছে রেল।
০৩০৪৮/০৩০৪৭ হাওড়া–রামপুরহাট পুজো স্পেশাল ট্রেন (সাপ্তাহিক):হাওড়া থেকে ছাড়বে শনিবার রাত ২৩:৫৫ মিনিটে।
রামপুরহাট থেকে ফিরতি ট্রেন ছাড়বে রবিবার রাত ০১:৫০ মিনিটে। ০৩০৯৫/০৩০৯৬ শিয়ালদহ–গোপালপুর পুজো স্পেশাল ট্রেন (সাপ্তাহিক):