
scc scam Teacher Reaction: সুপ্রিম কোর্টের রায় কিছুটা স্বস্তিতে চাকরিহারারা। আপাতত ৮ মাস চাকরি থাকছে যোগ্য শিক্ষকদের। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরই তাঁরা হতাশ। যোগ্য চিহ্নিত এমন চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, তাঁরা পার্ট টাইম করতে রাজি নয়। তারা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে চান। সুপ্রিম কোর্টের রায় অযোগ্য চিহ্নিত শিক্ষকদের চাকরি শেষ হয়ে গেল। কিন্তু বাকিরা ডিসেম্বর মাস পর্যন্ত নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগ পর্যন্ত চাকরি থাকছে। তাদের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন দিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে হতাশা কাটেনি চাকরিহারা শিক্ষকদের। আন্দোলনরত শিক্ষক সংগঠন 'যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ'-র আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেছেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশে একটি কৌশলগত সাফল্য তো বটেই আমরা কাজ চালিয়ে যেতে পারব। বেতনটা পাব। এটা প্রথমিকভাবে কিছু দিনের জন্য স্বস্তি। কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেতন পাব বা চাকরি থাকবে- এটা আমরা মেনে নেব না। আমরা চাই অবসর গ্রহণ পর্যন্ত চাকরি করে যেতে। আমরা এটি পুনর্বিবেচনার জন্য আবারও সুপ্রিম কোর্টে যাব। ' আগামী দিনে আন্দোলন জারি থকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
আন্দোলনরত শিক্ষক সংগঠনের কোর কমিটির অন্যতম সদস্য আবদুল্লা আল মঞ্জুম জানিয়েছেন, 'আমাদের আন্দোলন বন্ধ হবে না। আমরা ৬ মাসের জন্য চাকরি পেয়েছি। কিন্তু ৬ মাসের জন্য পাওয়াটা কোনও কথা নয়! এসএসসিকে বলা হয়েছে ৩১ মে-র মধ্যে হলফনামা দিতে। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। আমরা কোনও মতেই নতুন পরীক্ষা দেব না। রাজ্য সরকার কী তথ্য-প্রমাণ দেবে, সেটি রাজ্য সরকারকেই ভাবতে হবে।' তিনি অবশ্য জানিয়েছেন, আন্দোলন চালিয়ে যাওয়ার সত সর্বসম্মত ভাবে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। তবে আন্দোলনকারী শিক্ষকদের একাংশের মতে বেতন বন্ধ হলে আন্দোলন করতে কিছুটা সমস্যা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।