School Holiday: অগাস্টে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, জারি হল নোটিশ

Published : Jul 30, 2025, 08:03 AM ISTUpdated : Jul 30, 2025, 04:44 PM IST

অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল। ১৫ অগাস্ট (স্বাধীনতা দিবস), ১৬ অগাস্ট (জন্মাষ্টমী) এবং ১৭ অগাস্ট (রবিবার) ছুটি থাকবে স্কুল, কলেজ ও বিভিন্ন অফিসে। ৯ই অগাস্ট রাখিবন্ধন উপলক্ষ্যেও ছুটি থাকবে।

PREV
16

জুলাই মাস প্রায় শেষ। এবার প্রকাশ্যে এ অগস্ট মাসের ছুটির তালিকা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো। প্রকাশ্যে এল ছুটির তালিকা। এক সঙ্গে আবার টানা ছুটি পেতে চলেছে ছাত্র ছাত্রীরা। তেমনই বন্ধ থাকবে সরকারি অফিসও।

26

অগাস্ট মাসে রয়েছে একের পর এক ছুটি রয়েছে। স্কুল-কলেজ, অফিস-কাছারির পাশাপাশি বেশ কদিন বন্ধ থাকবে ব্যাঙ্কও। অগস্ট জুড়ে রয়েছে স্বাধীনতা দিবস, রাখি উৎসব, জন্মাষ্টমী থেকে গণেশ পুজো। এই সব মিলিয়ে টানা ছুটি মিলবে অগস্ট মাসে।

36

ক্যালেন্ডার বলছে, অগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ অগাস্টের সময় টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল। ১৫ অগাস্ট সকল সরকারি ও বেসরকারি স্কুলে থাকে ছুটি। আর এবার ১৫ অগাস্ট পড়েছে শুক্রবার। সেই দিন থাকবে ছুটি। তারপর দিন অর্থাৎ ১৬ অগাস্ট হল জন্মাষ্টমী। এই দিনও প্রায় সকল সরকারি ও বেসরকারি স্কুলে থাকে ছুটি। তারপর ১৭ অগাস্ট হল রবিবার।

46

অর্থাৎ অগস্টের দ্বিতীয় সপ্তাহে টানা ৩ দিন মিলবে ছুটি। ১৫ অগাস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো। এরই সঙ্গে বিভিন্ন অফিসেও এই সময় থাকবে ছুটি।

56

তেমনই তার আগের সপ্তাহ অর্থাৎ অগস্টের প্রথম সপ্তাহে রয়েছে ছুটি। ৯ অগস্ট শনিবার পড়েছে রাখি উৎসব। এই দিন সরকারি ও বেসরকারি স্কুলে থাকে ছুটি। শুধু স্কুল বা অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান নয়। সঙ্গে বিভিন্ন সরকারি অফিস, ব্যাঙ্ক এবং আদালতেও এই সময় থাকে ছুটি।

66

এদিকে আবার পুজোর ছুটি এবছর শুরু হবে সেপ্টেম্বর মাসে। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। এবারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারির ছুটি শুরু হবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে পড়বে ছুটি।

Read more Photos on
click me!

Recommended Stories