School Holidays: সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ফের বন্ধ থাকবে স্কুল, বাংলায় জারি হল ছুটির নোটিস

Published : Sep 12, 2025, 09:13 AM IST

সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো সহ একাধিক উৎসব উপলক্ষে স্কুল ছুটি থাকবে। বিশ্বকর্মা পুজো, মহালয়া, মিলাদ-উন-নব্বী সহ প্রায় ১৫ দিনের বেশি ছুটি থাকছে। তৃতীয় সপ্তাহেও থাকছে ছুটি।

PREV
15

গোটা সেপ্টেম্বর জুড়ে বাংলায় আছে একাধিক উৎসব। এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই হবে দুর্গাপুজো। মহালয়া থেকে অনেক স্কুলেই ছুটি শুরু হয়ে যায়। যা চলে লক্ষ্মীর পুজো পর্যন্ত। একসময় যদিও পুজোর ছুটি পড়ত এক মাস। তবে অনেক দিনই হল সেই নিয়মে এসেছে বদল। এখন লক্ষ্মী পুজোর পর অধিকাংশ স্কুল খুলে যায়।

25

শুধু দুর্গাপুজো নয়। এই সেপ্টেম্বর জুড়ে আছে নানান উৎসব। তালিকায় আছে বিশ্বকর্মা পুজো, মহালয়া থেকে শুরু করে নবরাত্রি-র মতো নানান উৎসব। এই সকল উৎসবে বন্ধ থাকে স্কুল। এবার প্রকাশ্যে এল নয়া তালিকা। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেও আছে একাধিক ছুটি। দেখে নিন। আগামী সপ্তাহে কেন বন্ধ থাকবে স্কুল।

35

প্রতি বছরই পশ্চিমবঙ্গে পুজোর আগে সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়ে থাকে। এই সময় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক এবং বিভিন্ন সরকারি দফতরও বন্ধ থাকে। পুজোর ছুটি শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তার আগে তৃতীয় সপ্তাহেও থাকবে স্কুল বন্ধ।

45

১৭ সেপ্টম্বর বিশ্বকর্মা পুজো। এই উপলক্ষ্যে ছুটি। ২১ সেপ্টেম্বর রবিবার পড়েছে মহালয়া। তারপর থেকে শুরু হবে পুজোর ছুটি। এই ছুটি চলবে লক্ষ্মী পুজো পর্যন্ত। তেমনই, এই মাসের ৫ তারিখ শুক্রবার মিলাদ-উন-নব্বী উপলক্ষ্যে স্কুল বন্ধ ছিল।

55

আবার চলতি মাসের শেষ সপ্তাহে টানা ১০ দিন মতো বন্ধ থাকবে স্কুল। পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বন্ধ থাকে স্কুল। আবার অনেক জায়গায় পঞ্চমী থেকে ছুটি শুরু হয়। তবে, গোটা সেপ্টেম্বর জুড়ে যে প্রায় ১৫ দিনের বেশি ছুটি আছে তা বলার অপেক্ষা রাখে না।

Read more Photos on
click me!

Recommended Stories