- Home
- West Bengal
- West Bengal News
- ফের ছুটির বিজ্ঞপ্তি নবান্নের, আগামীকাল ছুটি রাজ্যের স্কুল থেকে সরকারি দফতর!
ফের ছুটির বিজ্ঞপ্তি নবান্নের, আগামীকাল ছুটি রাজ্যের স্কুল থেকে সরকারি দফতর!
আগামীকাল অর্থাৎ বুধবার ছুটি রাজ্যের স্কুল কলেজ অফিস। বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা নবান্নের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে। সপ্তাহের মাঝে এই ছুটি পেয়ে বেশ খুশি সরকারি কর্মী ও স্কুল পড়ুয়ারা।

ফের ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। পরের সপ্তাহেই অতিরিক্ত ছুটির ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। রবিবার ছাড়া সপ্তাহের মাঝামাঝি কোন ছুটি এলে তাদের আনন্দের সীমা থাকে না। রবিবারের সঙ্গে আরও কোন ছুটি মিলে গেলে তো কথাই নেই। লম্বা উইকেন্ড থাকলে তো আনন্দে আত্মহারা হয় সবাই।
এই পরিস্থিতিতে ফের ছুটির ঘোষণা করল তৃণমূল সরকার। দুর্গাপুজোর ঠিক আগেই মিলবে এই অতিরিক্ত ছুটি। কবে পাবেন, কী কারণে ছুটি, তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে নবান্ন।
নবান্নের বিজ্ঞপ্তির পরেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে এই উপলক্ষে রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ছুটি থাকবে। এই সিদ্ধান্তটি রাজ্য সরকারের অর্থ দপ্তরের পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।
এই ঘোষণার ফলে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা একটি অতিরিক্ত ছুটি পাচ্ছেন, যা তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে সাহায্য করবে।
অর্থ দপ্তরের সেই বিজ্ঞপ্তিটির মেমো নম্বর ছিল 2802-F(P2) এবং সেটি ২৯শে জুলাই, ২০২৫ তারিখে জারি করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র সেই নির্দেশিকাটিকে অনুসরণ করে বিদ্যালয়গুলির জন্য ছুটির দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, যার ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে ছুটির তালিকার সামঞ্জস্য বজায় রাখা হয়েছে।
করম পুজো উপলক্ষে ছুটি পাওয়ার জেরে বেজায় খুশি সরকারি আধিকারিকরা। নবান্নের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস, স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উদ্যোগ এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এছাড়াও রাজ্যজুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের কর্মচারীরা ছুটি পাবেন। তবে কারা ছুটি পাবেন না সে বিষয়েও জানিয়েছে নবান্ন।
অনেকেই ভাবছেন নিশ্চয়ই যে কী এই করম পুজো? আসলে কলকাতা বা শহরতলিতে এই পুজোর খুব বেশি চল নেই। মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায়। আপনি যদি এই সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে যান তাহলে করম পুজো কী এবং কেমন হয় তা দেখতে পাবেন। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানানো হচ্ছে যে আগামী ৩রা সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বিদ্যালয় বন্ধ থাকবে। পর্ষদের জারি করা এই বিজ্ঞপ্তির কপি সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এবং পর্ষদের বিভিন্ন আঞ্চলিক আধিকারিকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

