অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে হাওড়াতেও লাইনে জল জমে গিয়েছে। পাম্প করে জল বের করার চেষ্টা চলছে। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা বিঘ্নিত। চলছে না ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এবং রাঁচিগামী শতাব্দী এক্সপ্রেস। তারকেশ্বর ও বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত। ট্রেন চলছে অনিয়মিত ভাবে।