Lakshmir Bhandar: অক্টোবর মাসের কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার? বিশেষ ঘোষণা নবান্নের

Published : Sep 23, 2025, 08:09 AM IST

পুজোর বাড়তি খরচ সামাল দিতে রাজ্য সরকার এক বড় সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার ও জয় বাংলা প্রকল্পের টাকা মাসের শুরুতেই, অর্থাৎ ১ অক্টোবর উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। 

PREV
15

পুজোর মাস মানেই বাড়তি খরচ। এই খরচ সামাল দিতে অনেকেরই কপালে দেখা যায় চিন্তার ভাঁজ। সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য। নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের জয় বাংলা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মিলবে অক্টোবরের প্রথম সপ্তাহেই। বিশেষ ঘোষণা করল রাজ্য।

25

২৬ সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি শুরু হবে। তা চলবে ৭ অক্টোবর। সেই কারণে আগেই মাসের বেতন আগাম মিটিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অন্যদিকে, সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি মারফৎ যাবে বলে জানানো হয়।

35

আগামী ১ অক্টোবর দেওয়া হবে টাকা। এর জন্য বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটর অফ ডিপোজিট অ্যাকাউন্টসগুলোকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে নির্দেশও দেয় অর্থদপ্তর।

45

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন। নানান প্রকল্পও চালু করেছেন এ রাজ্যে। এই সব প্রকল্প দ্বারা প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন রাজ্যবাসী। এই সব প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার।

55

প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। মাঝে এই ভাতা বৃষ্টির কথা শোনা গেলেও সে অর্থে মেলেনি নিশ্চিত খবর। তবে, মমতা সরকার সদ্য বিশেষ ঘোষণা করল। জানানো হয়েছে,আগামী ১ অক্টোবর দেওয়া হবে টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories