পুজোর আগেই শিয়ালদহ-বনগাঁ রুটে ছুটবে এসি লোকাল, কবে থেকে মিলবে পরিষেবা?

Published : Sep 03, 2025, 09:59 AM IST

AC Bangaon Local: পুজোর আগেই নিত্যযাত্রীদের জন্য দারুণ সুখবর পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের। এবার এসি লোকাল ট্রেন পরিষেবা পাচ্ছেন এই রুটের যাত্রীরাও। কবে থেকে মিলবে পরিষেবা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
এসি শিয়ালদহ-বনগাঁ লোকাল

শিয়ালদহ–বনগাঁ ভায়া রানাঘাট ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে নতুন দুইটি এসি লোকাল ট্রেন চালু হবে ৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে। সূত্রের খবর, এই বিষয়ে ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এবং শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে দুটি নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে।

25
যাত্রী স্বাচ্ছন্দ্যে পুজোর আগে চমক রেলের

দৈনন্দিন যাত্রী ও দূরপাল্লার ভ্রমণকারীদের জন্য আরও আরামদায়ক, প্রিমিয়াম ও কার্যকর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এই পরিষেবা চালু হচ্ছে। পরিষেবাগুলি সপ্তাহে ছয় দিন চলবে (রবিবার বাদে)। জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। 

35
নতুন এসি লোকালের সময় সূচি

নতুন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল সকাল ০৭:১১ টায় রানাঘাট থেকে ছাড়বে, সকাল ০৭:৫২ টায় বনগাঁ পৌঁছাবে এবং সকাল ০৯:৩৭ টায় শিয়ালদহে পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ১৮:১৪ টায় ছাড়বে, রাত ২০:০৪ টায় বনগাঁ পৌঁছবে এবং রাত ২০:৪১ টায় রানাঘাটে পৌঁছে যাবে।

45
আরও সহজ হবে বিমান বন্দরে পৌঁছনো

এই রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল বিশেষভাবে বিমানযাত্রীদের জন্য উপকারি হবে। যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন-এ নামতে পারবেন, যা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে নিকটে অবস্থিত। এর ফলে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার ঝক্কি এড়ানো যাবে এবং সময়ও অনেকটা বাঁচবে। এছাড়াও, নতুন শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ০৯:৪৮ টায় ছাড়বে এবং দুপুর ১২:০৭ টায় কৃষ্ণনগরে পৌঁছাবে। ফেরার পথে কৃষ্ণনগর থেকে দুপুর ১৩:৩০ টায় ছেড়ে বিকেল ১৫:৪০ টায় শিয়ালদহে পৌঁছাবে।

55
ইসকন দর্শনে আরও সুবিধা

এই শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা বিশেষ করে মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করতে আসা ভক্ত ও পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। গরম ও আর্দ্র আবহাওয়ায় আরামদায়ক এসি যাত্রা তীর্থযাত্রাকে আরও মনোরম করে তুলবে। এই নতুন পরিষেবাগুলির মাধ্যমে যাত্রীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে। ভ্রমণের সময়ও কম লাগবে এবং যাত্রীরা ব্যস্ততম রুটে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। 

Read more Photos on
click me!

Recommended Stories