ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী বদল? মহার্ঘ ভাতা মামলায় বড় আপডেট রাজ্যের সরকারি কর্মীদের

সুপ্রিম কোর্টে নতুন বছরই রাজ্যের সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ মামলা উঠতে চলেছে। তার আগেই আইনজীবী-সহ একাধিক বিষয় নিয়ে বড় আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ।

 

Saborni Mitra | Published : Nov 27, 2024 8:38 AM IST
110
সুপ্রিম কোর্টে ডিএ মামলা

রাজ্যের সরকারি আইনজীবীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা আদালতে উঠতে চলেছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। সেদিন যদি শুনানি হয় তাহলে সেটি হবে এই মামলার ১৪তম শুনানি।

210
শেষ শুনানি

সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মদের ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল গত ১৫ জুলাই। তারপর প্রায় ৬ মাস পরে আদালতে উঠতে পারে ডিএ মামলা।

310
শুননি হবে

সুপ্রিম কোর্ট এবার ডিএ মামলার শুনানি হবে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস ভাট্টির বেঞ্চে নন মিসলেনিয়াস হিসেবে উঠতে চলেছে। রাজ্যের সরকারি কর্মীদের আশা এবার মামলার শুনানি হবে।

410
সরকারি কর্মীদের আশা

সরকারি কর্মীদের কথায় এর আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মমালার সঙ্গে অন্যন্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল এবং মামলাটি 'এক্সটেন্সিভ হিয়ারিং' পর্যায়ে ছিল। এই আবহে গত ১৫ জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল, মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে।

510
আইনজীবী বদল?

দীর্ঘ দিন ধরেই ডিএ ইস্যুতে আন্দোলন করছে রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু সুরাহার কোনও রাস্তাই দেখতে পাননি। ২০১৬ সাল থেকেই আইনি লড়াই চলছে। এই অবস্থায় আইনজীবী বদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

610
সরকারি কর্মীদের বার্তা

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে আইনজীবী বদল করার কোনও পরিকল্পনা তাদের নেই। যে আইনজীবী রয়েছেন তাঁর নেতৃত্বেই ডিএ মামলা তাঁরা লড়বেন।

710
সরকারি কর্মীদের বার্তা

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আরও বলেন, আইনজীবী বদল করা বা অন্য আইনজীবী নিয়োগ করার মত অবস্থা তাঁদের নেই। এমনিতেই তাদের প্রচুর খরচ হয়ে গেছে। তাই নতুন নিয়োগের বিষয় তাঁরা চিন্তা করছেন না এখন।

810
ডিএ মামলার যাত্রাপথ

২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

910
জানুয়ারিতেই কি দুটি শুনানি

ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা জাস্টিস ঋষিকেশ রায়ের অবসরগ্রহণের দিন ২০২৫ সালের ৩১ জানুয়ারি। এই আবহে ডিএ মামলার পরবর্তী শুনানির পর জাস্টিস রায়ের অবসরের বাকি থাকবে আর মাত্র ২৪ দিন। তাই জানুয়ারিতে ডিএ মামলার দুটি শুনানি হতে পারে বলে আশা করছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তা না হলে আবারও সমস্যা দেখা গিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

1010
২০২২ থেকেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা

২০২২ সাল থেকেই সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামলা। তখন বিচারক ছিলেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী আর বিচারপতি ঋষিকেশ রায়। ২০২৩ সালে অবসর নেন দীনেশ মাহেশ্বরী। এবার অবসর নেওয়ার পালা ঋষিকেশ রায়ের।

Share this Photo Gallery
click me!

Latest Videos