হাবড়ায় রিহ্যাব সেন্টারে প্রৌঢ়ের রহস্যমৃত্যুর অভিযোগ , গ্রেফতার ৭ জন

Published : Jan 24, 2026, 10:25 AM IST
dead body

সংক্ষিপ্ত

Death News: বেসরকারি রিহ্যাব সেন্টারে এক ব্যাক্তির রহস্য মৃত্যুতে উত্তেজনা ছড়াল হাবড়ায়। কোথায় ঘটেছে এই ঘটনা? কী কারণে মৃত্যু হল ওই ব্যক্তির? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ  প্রতিবেদন…

Death News: হাবরায় বেসরকারি রিহ্যাব সেন্টারে রহস্যমৃত্যু, গ্রেফতার ৭। বারাসাত আদালতে তোলা হল ধৃতদের,পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বদর হাট এলাকায় এক বেসরকারি রিহ্যাব সেন্টারে ৫৪ বছর বয়সের মৃত্যুঞ্জয় দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের বাড়ি হাবরার বেলঘড়িয়া বাইপাস সংলগ্ন এলাকায়। পরিবারের অভিযোগ, রিহ্যাব সেন্টারে ভর্তি করার দুই দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয় মৃত্যুঞ্জয় দাসের।

ঠিক কী অভিযোগ উঠেছে?

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ তারিখ রাতে মৃত্যুঞ্জয়কে ওই বেসরকারি রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়।এরপর ২২ তারিখ দুপুরে পরিবারের কাছে ফোন করে জানানো হয়,তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং দ্রুত হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে পৌঁছাতে বলা হয়।কিন্তু পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে জানতে পারেন, তার আগেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। অভিযোগ, সেই সময় তড়িঘড়ি আধার কার্ড দিতে চাপ দেওয়া হয় পরিবারের উপর বলে অভিযোগ।

মৃতের পরিবারের আত্মীয়রা রিহ্যাব সেন্টারের কর্তাদের জিজ্ঞাসা করতে।রিহ্যাব কর্তৃপক্ষ কোনও স্পষ্ট উত্তর দেয়নি।কর্তৃপক্ষের তরফে বলা হয়, সকাল থেকে গ্যাসের সমস্যা হচ্ছিল।কিন্তু পরিবারের প্রশ্ন, যদি পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে থাকে, তবে কেন আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি?

সন্দেহ আরও ঘনীভূত হয় রিহ্যাব সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখার পর।পরিবারের অভিযোগ, ফুটেজে দেখা যায় মৃত্যুঞ্জয়ের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল,মুখে কাপড় গোঁজা এবং গলায় ফাঁস দেওয়ার মতো দৃশ্য।এই ছবি সামনে আসতেই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

ঘটনাটি নিয়ে রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে অস্বীকার করে।এরপরই মৃতের পরিবার হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে রিহ্যাব সেন্টারের সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Nandigram News: ভোটে দাঁড়ানোর ‘শাস্তি’ পেল বিজেপি প্রার্থী? ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ছয় মাসেরও বেশি সময় ধরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার, আর্থিক সহায়তা চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা