হোটেল দেখানোর নামে তরুণীকে ধর্ষণ দিঘায়! সঙ্গীর চোখের সামনে চলল অকথ্য যৌন অত্যাচার

Published : Feb 05, 2024, 06:45 PM IST
rape in ajmer

সংক্ষিপ্ত

মোটরবাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন যুবক তাঁদের হোটেলের ঘর দেখানোর নাম করে বাইকে তুলে নেন। এর পর তাঁদের ওড়িশার দিকে দিঘাশ্রী পেরিয়ে একটি অন্ধকার জায়গায় নিয়ে যান। সেখানেই ওই তরুণীকে বেধড়ক মারধর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

রাতের অন্ধকারে হোটেল দেখানোর নাম করে তরুণীর ওপর চলল অকথ্য অত্যাচার। সঙ্গীকে বেঁধে রেখে তাঁর চোখের সামনে তরুণীকে ধর্ষণ করা হল খোদ দিঘায়। এই ঘটনায় চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। দিঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গত শনিবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে যান। সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার পর রাত সাড়ে ১০টা নাগাদ তাঁরা ঠিক করেন, দিঘাতেই রাত কাটাবেন।

অভিযোগ, সেই সময়েই মোটরবাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন যুবক তাঁদের হোটেলের ঘর দেখানোর নাম করে বাইকে তুলে নেন। এর পর তাঁদের ওড়িশার দিকে দিঘাশ্রী পেরিয়ে একটি অন্ধকার জায়গায় নিয়ে যান। সেখানেই ওই তরুণীকে বেধড়ক মারধর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই সময় তরুণীর বন্ধুকে মারধর করে সামনেই বেঁধে রাখা হয়েছিল।

দুষ্কৃতীদের অত্যাচারে সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই তরুণী। পরে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে তরুণীর বন্ধুই তাঁকে নিয়ে দিঘা থানায় যান। পুলিশের কাছে লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, তাঁর উপরে অত্যাচার চালানো হয়েছে। তদন্তে নেমে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দিঘা লাগোয়া রতনপুর থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। সোমবার তাঁদের কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়।

এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের মুখ্যমন্ত্রী এক জন মহিলা। তিনিই আবার পুলিশমন্ত্রী। অথচ দিঘার মতো জায়গায় প্রকাশ্যে দুষ্কৃতীদের হাতে এক জন মহিলা অত্যাচারিত হলেন! এটা চরম লজ্জার!

কাঁথি আদালতে সরকারি আইনজীবী ইকবাল হোসেন জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৯ এবং ৩৪ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সঙ্গে ওই তরুণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?
সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য