'আমার সঙ্গে টক্কর নিলে মোদীজিও জ্যোতি বসুর মত শেষ হয়ে যাবেন!', রাম মন্দির নিয়ে হুঁশিয়ারি শঙ্করাচার্যের

রাজ্যের বোলপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। সেখানেই তিনি নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন।

 

Saborni Mitra | Published : Jun 7, 2024 12:34 PM IST / Updated: Jun 07 2024, 06:13 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও রাম মন্দির নিয়ে সতর্ক করলেন পুরীর শঙ্করাচার্য। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সময় থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে বিবাদ বেধেছিল শঙ্করাচার্য গোষ্ঠীদের। তবে সেসব এখন অতীত। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানেও কোনও শঙ্করাচার্যই উপস্থিত ছিলেন না। সেই সময় সবথেকে বেশি সরব হয়েছিলেন যোশীমঠের শঙ্করাচার্য। কিন্তু এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর।

এই রাজ্যের বোলপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। সেখানেই তিনি নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন। বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিৎ হয়নি অযোধ্য়া রাম মন্দির উদ্বোধন করা। সেই কারণেই অযোধ্য়ার মানুষ তাঁকে উচিৎ জবাব দিয়েছে।' তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যারা আমাদের সঙ্গে টক্কর নিয়েছে তারা শেষ হয়ে গিয়েছে।' পুরীর শঙ্করাচার্য হারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। পুরীর শঙ্করাচার্য তিন দিনের অনুষ্ঠানে এই রাজ্যে এসেছেন। বোলপুরের ভক্তদের অনুষ্ঠানে একটি বক্তৃতা করেছেন। সেখানেই দীক্ষা, পুজোও করেন।

Latest Videos

বোলপুরেই শঙ্করাচার্য বলেন, প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলও রাজনেতা হওয়ার কারণে রাম মন্দির উদ্বোধ করা তাঁর ঠিক হত না। তিনি আরও বলেন, লৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। তিনি আরও বলেন, এই অধর্মীয় কাজের উচিৎ জবাব দিয়েছে অযোধ্যাবাসীয । তিনি আরও বলেন, 'মোদীজি কংগ্রেসকে দুর্বল মনে করতেন এই নির্বাচনের আগে। এখন আর মনে করবেন না। এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্র নিয়েছিলেন। শেষ হয়ে গিয়েছিলেন। লালু আর মুলায়ম সিং যাদবও আমাদের সঙ্গে টক্কর নিয়েছিলেন, তারাও শেষ হয়ে গিয়েছেন। মোদীজির উচিৎ আমার সঙ্গে টক্কর না নেওয়া। '

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়