৫৮ লক্ষ নাম বাদ SIR থেকে, 'ভুতুড়ে' ভোটারদের তথ্য বিএলও-দের আপলোড করতে নির্দেশ কমিশনের

Published : Dec 12, 2025, 11:26 AM IST

বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন পর্ব। এই রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। 

PREV
16
SIR আপডেট

বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন পর্ব। এই রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। সেই বাদপড়া নামের তালিকা ইতিমধ্যেই বুথে বুথে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

26
বাদ পড়া ভোটারের নাম

আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। কিন্তু তার আগেই বাদ পড়া ভোটারের নামের তালিকা সমস্ত বুথে বুথে টাঙিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের নিয়ুক্ত বিএলআরও-দের। সেই কাজই শুরু হয়ে গেল শুক্রবার থেকে।

36
নথি যাচাই

২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা যে সব ভোটার এনুমারেশন ফর্ম পুরণের পর যারা সন্দেহের তালিকায় রয়েছে তাদের নথি এখনই বিএলও-দের আপলোড করার নির্দেশ দিয়েছে কমিশন। আর সেই কারণেই বিএলও-দের অ্যাপে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। সেই ট্যাব মারফত সংশ্লিষ্ট বুথের সন্দেহজনক ভোটারদের তালিকা পাঠিয়ে দিয়েছে কমিশন।

46
ভুতুড়ে ভোটারের জন্য

বিএলও-দের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠুকুরমা বা দাদা, দিদাকে আত্মীয় দেখানো বহু ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। তাই তাদের ফর্মে দেখানো আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে তা আপলোড করতে হবে। যা থেকে প্রমাণিত হয় সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ওই ব্যক্তির আত্মীক যোগাযোগ রয়েছে।

56
কমিশনের ব্য়াখ্যা

কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, যেসব সন্দেহজনক ভোটার খসড়া তালিকা প্রকাশের আগেই নথি দিয়ে দেবেন, তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। অর্থাৎ ভোটারদের সুবিধের জন্যই বিএলও-দের প্রয়োজনীয় নথি আলপোড করতে নির্দেশ দেওয়া হয়েছে।

66
নাম বাদ

নির্বাচন কমিশনের হিসেব বলছে, এখনও পর্যন্ত ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এরমধ্যে মৃত ভোটার স্থানান্তরিক ভোটার ও অনুপস্থিত ভোটার রয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকায় থাকা ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় না থাকলেও বাবা-মা, আত্মীয়ের নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯।

Read more Photos on
click me!

Recommended Stories