বিএলও-দের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠুকুরমা বা দাদা, দিদাকে আত্মীয় দেখানো বহু ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। তাই তাদের ফর্মে দেখানো আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে তা আপলোড করতে হবে। যা থেকে প্রমাণিত হয় সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ওই ব্যক্তির আত্মীক যোগাযোগ রয়েছে।