আগামী সাতদিন উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকলেও, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১০ থেকে ১১ ডিগ্রিতে। পিছিয়ে নেই উত্তরবঙ্গও। সেখানে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। এবার জেনে নিন কেমন থাকবে আগামী কয়েক দিনের তাপমাত্রা। জেনে নিন ফের কতটা কমবে পারদ।
25
হাওয়া অফিস সবত্রে খবর, আগামী সাত দিন এমনই থাকবে আবহাওয়া। থাকবে উত্তুরে হাওয়ার দাপট। শীতের আমেজ ভালোই অনুভূত হবে। শীতের দাপটে কাবু হতে পারেন সকল রাজ্যবাসী। তবে, জাঁকিয়ে শীত নাও পড়তে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ বর্তমানে যেমন আছে তাপমাত্রা তেমনই থাকবে। এর থেকে শীত পড়ার সম্ভাবনা নেই।
35
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া, উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে জম্মু ও কাশ্মীর এলাকা। সে কারণে শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। তবে বাংলার তাপমাত্রায় আর পরিবর্তন হবে না।
তবে, পশ্চিমবঙ্গে আপাতত উত্তুরে হাওয়ার গতি ভালোই আছে। ফলে শীতের আমেজ আপাতত থাকছে। আজ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি। এমনই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
55
এদিকে আগামী কয়েকদিন এর থেকে পারদ পতনের সম্ভাবনা নেই। তবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। এমনই জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে।