কাল প্রকাশিত খসড়া ভোটার তালিকা, জানুন SIR-এ নাম বাদ গেলে কী করতে হবে

Published : Dec 15, 2025, 01:32 PM IST

SIR এর জন্য ১১ ডিসেম্বর এনুমারেশন ফর্মের কাজ শেষ হয়েছে। ১৬ ডিসেম্বর , মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে খসড়া ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই প্রতিবেদনে তারই উত্তর দেওয়া হয়েছে 

PREV
15
কাল প্রকাশিত খসড়া ভোটার তালিকা

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। SIR এর জন্য ১১ ডিসেম্বর এনুমারেশন ফর্মের কাজ শেষ হয়েছে। ১৬ ডিসেম্বর , মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে খসড়া ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কোথায় পাওয়া যাবে খসড়া ভোটার তালিকা বা কী করে ওয়েবসাইটে এটি দেখা যাবে। যেমন তালিকায় কাদের নাম বাদ পড়বে, নাম বাদ পড়লে কী কী করতে হবে। এই প্রতিবেদন তারই জন্য।

25
নাম বাদের সম্ভাবনা

SIR-প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম বাদ পড়বেন। একই ব্যক্তি বা মহিলার নাম একাধিক স্থানে থাকলে তাদের একটি বাদে বাকি জায়গাগুলি থেকে নাম বাদ পড়বে। যারা এনুমারেশন ফর্ম পুরণ করে জমা দেননি তাদের নাম বাদ পড়বে। ডুপলিকেট ভোটারদের নাম বাদ যাবে।

35
নাম বাদ পড়লে কী করতে হবে?

আপনি যদি ডুপলিকেট ভোটার না হয়ে থাকেন তাহলে নাম বাদ পড়লেও সমস্যা নেই। নতুন করে নাম তোলার জন্য নির্বাচন কমিশন হিয়ারিং-এর ব্যবস্থা করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে আপনাকে ফর্ম ৬ -এর অ্যানেক্টার ৪ সঠিকভাবে পুরণ করতে হবে। নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরই ডাকা হবে হিয়ারিং-এর জন্য। ভার্চুয়াল হিয়ারিং-এর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

45
শুনানি প্রক্রিয়া

আগামী ১৭ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু হতে চলেছে। এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নই হল- কাদের ডাকা হবে?

১। যাদের ২০০২ সালের তথ্যের সঙ্গে ২০২৫এর তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি।

২। যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা ২০০২ সালের অংশটি পুরণ করতে পারেনি।

৩। যাদের জমা দেওয়া তথ্যে কোনও ত্রুটি বা অসংগতি ধরা পড়েছে।

55
খসড়া ভোটার তালিকা

১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেটি পাওয়া যাবে নির্বাচন কমিশনের voters.eci.gov.in এবং wbceo.wb.gov.in ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ECINET অ্য়াপেও এই তালিকা দেখা যাবে। বিএলও-এদর কাছে থাকবে খসড়া ভোটার তালিকা। তাদের বুথে তালিকা নিয়ে বসার নির্দেশ দিয়েছে কমিশন। রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও দেওয়া হবে সফটকপি।

Read more Photos on
click me!

Recommended Stories