SIR শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, সাম্মানিক দেওয়া হবে হাজার হাজার টাকা

Published : Dec 19, 2025, 04:36 PM IST

SIR-এর শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা, সাম্মানিক পাবেন ৩০ হাজার। নথি খতিয়ে দেখা থেকে শুরু করে ভোটার তালিকা মিলিয়ে দেখা- একাধিক দায়িত্ব পালন করতে হবে এই মাইক্রো অবজার্ভারদের। 

PREV
14
SIRএর শুনানির দায়িত্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) শুনানি পর্ব শুরু হবে। এই শুনানি পর্ব বা হিয়ারিং পর্বের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় সরকারি আধিকারিরকার। শুক্রবার সকালে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কতমিশন। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হবে। এই দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তা উর্ধ্বতন আধিকারিকরা।

24
মাইক্রো অবজার্ভারদের সাম্মানিক

গত ১২ ডিসেম্বর মাইক্রো অবর্জাভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর। শুক্রবার সেই চিঠির জবাব দিয়েছে নির্বাচন কমিশন। সেখানেই বলা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানথেকে মাইক্রো অবজার্ভার নিয়োগের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আধিকারিকদেরও এই কাজে নিয়োগ করা যেতে পারে। শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজার্ভাররা ৩০ হাজার টাকা করে সাম্মানিক পাবেন।

34
মাইক্রো অবজার্ভারদের কাজ

মাইক্রো অবজার্ভারদের কাজ মূলত এসআইআর-এর শুনানি পর্বে নির্বাচনি আধিকারিক ও সহকারী নির্বাচনী আধিকারিকদের কাজে নজর রাখা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা ও সংশোধনে সাহায্য করা। এরা কাজ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অধীনে। এদিন প্রশিক্ষণও দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর। শুনানির জন্য আসা ভোটারদের নথি যাচাই করা, ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করা, পরিসংখ্যানগত বিশ্লেষণ করা এদের মূল কাজ।

44
শুনানি পিছলো

গত ১১ ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর ১৬ তারিখ প্রকাশ্যে এসেছে খসড়া ভোটার তালিকা। বাদ পড়েছে ৫৮ লক্ষের বেশি নাম। তার পর বৃহস্পতিবার থেকেই শুনানির জন্য ভোটারদের তলব করা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। কমিশন সূত্রে খবর, শুক্রবার থেকে শুনানির নোটিস পাবেন ভোটারেরা।

Read more Photos on
click me!

Recommended Stories