জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনে মধ্যে ব্রিজ নম্বর ১ (কিমি ০/ ১৮ ভি-০/ ৩১ ভি)-র লাইন নম্বর ৫ এ আগামী ১৫ ডিসেম্বর সোমবার রাত ১১.৪৫ থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৩.৩০ পর্যন্ত অর্থাৎ টানা ৩ ঘন্টা ৪৫ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে বহু ট্রেন বাতিল থাকবে। এছাড়াও কিছু ট্রেনের রুট বদল এবং সংক্ষিপ্ত যাত্রা হবে।