SIR: খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে তো? অফলাইন আর অনলাইনে এভাবেই চেক করুন

Published : Dec 11, 2025, 09:26 PM IST

আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা কী করে জানবেন? রইল সেই পদ্ধতি। অফলাইন আর অনলাইনে সংশ্লিষ্ট ভোটারের নাম চেক করা যায়।  

PREV
16
SIR-এ নাম

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রথম ধাপ শেষ, অর্থাৎ এনুমারেশন ফর্ম আপলোডের প্রক্রিয়া শেষে হয়েছে বৃহস্পতিবার। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা কী করে জানবেন? রইল সেই পদ্ধতি।

26
অনলাইন পদ্ধতি

নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম ও এপিক নম্বরর দিয়ে পরীক্ষা করতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। সেখানে নাম থাকার অর্থই হল খসড়া তালিকায় নাম থাকা। অফলাইনেও জানা যাবে

36
অফলাইন

খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা অফলাইন পদ্ধতিতেও জানা যাবে। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজের নিজের বুথে গিয়ে বিএলও-র কাছে খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই বিএলওদের বুথে গিয়ে খসড়া ভোটার তালিকা নিয়ে বসতে হবে।

46
রাজনৈতিক দল

এছাড়া, রাজ্যের স্বীকৃতি আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফ্টকপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র দফতর।

56
বিএলএ-দের হাতে

জেলাস্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দেরহাতে খসড়া ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কি না

66
নাম বাদ

নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও দাবি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

Read more Photos on
click me!

Recommended Stories