বয়স্কদের আর শুনানির ডাক নয়, এবার হিয়ারিং হবে বাড়িতেই, চালু হচ্ছে নয়া নিয়ম

Published : Dec 30, 2025, 07:30 AM IST

৮৫ বছর বা তার বেশি বয়সি এবং প্রতিবন্ধী ভোটারদের আর শুনানি কেন্দ্রে যেতে হবে না। বুথ লেভেল অফিসারদের (বিএলও) নির্দেশ দেওয়া হয়েছে এই ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। 

PREV
15

বয়স্ক ভোটারদের দায়িত্ব নিতে হবে এবার বুথ লেভেল অফিসারদের। ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটারদের জন্য এবার নেওয়া হল নয়া পদক্ষেপ। ৮৫ বছর বা তার বেশি বয়স, শারীরিক ভাবে প্রতিবন্ধী বা অসুস্থ ভোটারকে শুনানির জন্য নোটিস পাঠানো হলে তার সঙ্গে যোগাযোগ করুন।

25

ফোন করে বিএলওদেপর বলতে হবে তাঁদের শুনানি কেন্দ্রে আসার দরকার নেই। তাদের বাড়ি গিয়ে হবে শুনানি। এমনই নির্দেশ দিল সকল জেলাশাসক।

35

মুখ্য নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছে, বুথ লেভেল অফিসাররা সেই সমস্ত ভোটারদের খুঁজে বের করুন। ৮৫ বছর বা তার বেশি বয়স, শারীরিক ভাবে প্রতিবন্ধী বা অসুস্থ ভোটারকে আর যেতে হবে না কেন্দ্র। শুনানি হবে বাড়িতেই।

45

রবিবারই মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)-র সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের দল। এই বৈঠকে বয়স্কদের হেনস্থার প্রতিবাদ করে। তারপর নেওয়া হয় এই সিদ্ধান্ত। এদিন দলের সিইও মনোজ আগারওয়ালে সঙ্গে দেখা করে তিন দফা দাবি পেশ করে। এরপরই নেওয়া হয় সিদ্ধান্ত।

55

এবার বয়স্ক ভোটারদের ফোন করে বিএলওদের বলতে হবে আর শুনানি কেন্দ্রে আসার দরকার নেই। তাদের শুনানি হবে বাড়িতে।

Read more Photos on
click me!

Recommended Stories