
SIR: এসআইআর নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও তৃণমূল কংগ্রেস (AITC) সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি (Matua Mahasangha)। ঠাকুরবাড়িতে এদিন দু'পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করেই এই বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত বলে জানা গিয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের একাধিক সমর্থক আহত হন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে মমতাবালার বাড়ি থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁদের অভিযোগ, এসআইআর ও সিএএ-এর নামে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই দাবিতে বিক্ষোভকারীরা শান্তনুর বাড়ির সামনে গিয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন। সেই সময়েই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একে অপরকে মাটিতে ফেলে মারধর করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে পুরো ঠাকুরবাড়ি চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সেখানে এখনও চাপা উত্তেজনা রয়েছে। শান্তনুর পক্ষের অভিযোগ, আন্দোলনকারীরা তাঁদের নেতার বাড়িতে হামলার উদ্দেশ্যেই গিয়েছিলেন। তাই সমর্থকরা বাধা দিতেই, সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে, মমতাবালার অনুগামীদের অভিযোগ, শান্তনুর সমর্থকরাই প্রথমে তাঁদের উপর চড়াও হন। এই ঘটনায় শান্তনু ঠাকুর বলেছেন, 'আমি কিছুই জানতাম না। হঠাৎ মমতাবালার অনুগামীদের একটি দল এসে আমার বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমার লোকজন প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।' তিনি আরও অভিযোগ করেন, বিক্ষোভকারীরা আগ্নেয়াস্ত্র নিয়েও এসেছিল। বিষয়টি তিনি স্বরাষ্ট্র দপ্তরকে জানাবেন বলেও জানান শান্তনু।
শান্তনুকে আক্রমণ করে মমতাবালা বলেছেন, 'শান্তনু ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন সিএএ হলে কারও নাগরিকত্ব বা ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না। তাহলে প্রায় এক লক্ষ মানুষের নাম কেন বাদ পড়ছে? আজ সেই প্রশ্ন তুলতেই মতুয়ারা গিয়েছিলেন।' মমতাবালা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে প্রশ্ন তুলতে যাওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালানো হয়েছে। বিজেপি-র এই আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'এটাই যদি তাদের রূপ হয়, তাহলে ক্ষমতায় এলে কী হবে!' এই ঘটনাকে কেন্দ্র করে মতুয়া গড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ এখন তুঙ্গে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।