
Dilip Ghosh: বাংলাদেশে (Bangladesh) সম্প্রতি যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকারের (Government of India) ভূমিকায় খুব একটা খুশি নন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি-র (BJP West Bengal) প্রাক্তন সভাপতি বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকে ঈশ্বরী গাছায় মৎস্য শিকারে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে তাতে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকলে হবে না। তাদের চাপ দিতে হবে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। ওখানে কোনও সরকার নেই। যে যা পারছে তাই করছে। বিনা কারণে ওখানে মানুষের উপর অত্যাচার হচ্ছে। আমরা চুপ করে বসে থাকতে পারি না।’ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু দিলীপের মতে, শুধু কড়া বার্তা দিলেই হবে না, বাংলাদেশের উপর আরও চাপ দিতে হবে।
বাংলাদেশের ময়মনসিংহ (Mymensingh) জেলার ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাশের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে দিলীপ বলেছেন, 'তাঁর জমি দখল করতে হয়েছিল একটা গোষ্ঠী। তিনি প্রতিবাদ করেছিলেন। তার জন্য খুন হতে হল তাঁকে। যেভাবে জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে তা চোখে দেখা যায় না। এই ঘটনা বরদাস্ত করা যায় না। বিচার করতে হবে।'
অনুপ্রবেশ প্রসঙ্গে দিলীপ বলেছেন, 'স্বাধীনতার আগে থেকে অনুপ্রবেশ হচ্ছে। সিপিএম (CPIM), কংগ্রেস (Congress) আমলেও হয়েছে, তৃণমূলের (AITC) আমলেও হয়েছে। এখন ভোটার লিস্টে নাম কাটা হচ্ছে। পরে দেশ থেকে বের করে দেওয়া হবে।' বিজেপি-র পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাংলাদেশী, রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া হবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেওয়া হিন্দুদের সিএএ ফর্ম পূরণ করে এদেশের নাগরিকত্ব নেওয়ার আবেদন জানানোর বার্তাও দিচ্ছে বিজেপি। এবার দিলীপও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন।
কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election)। সে প্রসঙ্গে দিলীপ বলেছেন, ‘দলের একজন কর্মী আমি। দল যেভাবে ব্যবহার করবে আমি সেইভাবে চলব।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।