পদ্মাপারে অশান্তির আবহে ফের সীমান্তে অনুপ্রবেশ, গ্রেফতার বাংলাদেশি যুবক

Published : Dec 24, 2025, 04:06 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Bangladeshi Youth Arrested: বাংলাদেশে অশান্তির আবহে সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশি। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে যুবককে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bangladeshi Youth Arrested: বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ফের মালদহ জেলার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে গ্রেফতার এক বাংলাদেশি তরুণ। আজ ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ সুমনকে।

সীমান্তে গ্রেফতার বাংলাদেশি যুবক:- 

 ২৭ বছরের সুমন বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা। রবিবার গভীর রাতেও হবিবপুরের সীমান্ত গ্রাম দাল্লা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে ফের সীমান্ত সংলগ্ন এলাকা মালুমভিটা এলাকা থেকে বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় উদ্বেগে সীমান্ত এলাকার বাসিন্দারা।

অন্যদিকে, নিজেদের দেশে নিজেরাই নিরাপদ নয়। আতঙ্ক ক্রমশ বাড়ছে বাংলাদেশি হিন্দুদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যা ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। প্রাণে বাঁচতে চাইলে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে হিন্দুদে। এমনই ফরমান দিয়েছেন ইসলামি বক্তা তথা জামায়াতে ইসলামি প্রার্থী আমির হাফজ। বাংলাদেশের কুষ্টিয়ায় এক ধর্মীয় সম্মেলনে কোনওরকম রাখঢাক না রেখে তিনি বলেন-''প্রাণে বাঁচতে চাইলে হিন্দুদের বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এটা এখন আমাদের কট্টর ইসলামি দেশ।''

তিনি হিন্দুদের আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ‘’হিন্দুদের সামনে এখন দুটি রাস্তা খোলা আছে। হয় প্রাণে বাঁচতে চাইলে ইসলাম ধর্ম গ্রহন করতে হবে। নয়ত হিন্দুদের বাংলাদেশ ছেড়ে পালাতে হবে।'' শুধু তাই নয়, হিন্দুদের বিরুদ্ধে এমন মন্তব্য করার পরও তার বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ গ্রহণ করেনি ইউনূস সরকার।

এদিকে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে আরও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। নখদাঁত বের করে হিন্দুদের নিধনে বেরিয়ে পড়েছে বাংলাদেশি মুসুলমানরা। ময়মনসিংহের তালুকায় হিন্দু যুবক দীপু দাসকে গাছের সঙ্গে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মেরেছে বাংলাদেশি মুসুলমানরা। তারপরও নিভছে ক্ষোভের আগুন। এবার সরাসরি হিন্দুদের বাংলাদেশ ছাড়ার নিদান দিলেন ইসলামি নেতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh-এ হিংসা, কলকাতায় হিন্দুদের প্রতিবাদে 'লাঠিচার্জ'! হুঁশিয়ারি সুধাংশু ও শুভেন্দুর | Kolkata
Suvendu Adhikari: হিন্দুদের উপর লাঠিচার্জ পুলিশের, আহতদের দেখতে গিয়ে মমতাকে হুঙ্কার শুভেন্দুর