SIR: এখনও পর্যন্ত বাদের তালিকায় প্রায় ১১০০০ নাম, সবথেকে বেশি নাম বাদ পড়ল কোন জেলায় জানুন

Published : Jan 13, 2026, 07:32 PM IST

ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে। দ্বিতীয় পর্বে হিয়ারিং চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হতে এখনও দেরি রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার নাম বাদ পড়েছে। 

PREV
15
SIR চলছে

ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে। দ্বিতীয় পর্বে হিয়ারিং চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হতে এখনও দেরি রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার নাম বাদ পড়েছে।

25
চূড়ান্ত তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই হিয়ারিং-এর প্রক্রিয়া চলছে। হিয়ারিং প্রক্রিয়ার পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খাসড়া তালিকার ভিত্তিতে নতুন নাম তোলা বা সংশোধনের জন্য আবেন করার সময়সীমা ছিল ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি ও যাচাই করণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

35
এপর্যন্ত নাম বাদ

নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত ১১,৪৭২ জন ভোটারের নাম চূ়ড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। সূত্রের খবর এপর্যন্ত ৯,৩০,৯৯৩ জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। কমিশন সূত্রের খবর, ইআরও-রা শুনানি ও নথি যাচাই করে দেখছেন ভোটাররা বৈধ না অবৈধ।

45
প্রথম পর্বে বাদ ৫৮ লক্ষ

এর আগে প্রথম পর্বে খসড়া তালিকা প্রকাশের সময়ই ৫৮ লক্ষেরও বেশি ভোটারার নাম বাদ গিয়েছে। কমিশন জানিয়েছে নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠান হবে। শুনানি প্রক্রিয়ায় তাদেরই ডেকে পাঠান হচ্ছে। এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কলকাতা দক্ষিণ ও বাঁকুড়ার একজন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়নি।

55
অবৈধ ভোটারের সংখ্যা

এখনও পর্যন্ত যা শুনানি হয়েছে তাতে সবথেকে বেশি অবৈধ ভোটার তালিকাভুক্ত হয়েছে নদিয়াতে। শুনানির পরে নদিয়ায় অবৈধ ভোটারের সংখ্য়া ৯২২৮। নদিয়ায় ৪ লক্ষ ৯৪ হাজার ৫৩২ জনকে পাঠানোর জন্য নোটিশ প্রকাশ করা হয়েছিল। নোটিশ পেয়েছিলেন ২ লক্ষ ৯০ হাজার ৯২৩ জন। শুনানি হয়েছিল ১ লক্ষ ২৭ হাজার ১২৭ জন।

Read more Photos on
click me!

Recommended Stories