একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কমপক্ষে ২ শতাংশ বাড়তে পারে। শুধু তাই নয়, এই বৃদ্ধির সঙ্গে বকেয়া এরিয়ারও দেওয়া হতে পারে। সম্ভাব্যভাবে এই বকেয়া ১ জানুয়ারি, ২০২৬ থেকে গণনা করা হতে পারে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।