DA Hike: জানুয়ারি মাসেই বড় অঙ্কের DA পাবেন সরকারি কর্মীরা! কবে থেকে বাড়তি টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

Published : Jan 13, 2026, 05:14 PM IST

DA Hike: জানুয়ারি মাসেই বড় অঙ্কের DA পাবেন সরকারি কর্মীরা! কবে থেকে বাড়তি টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

PREV
17

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জীবনে ২০২৬ সাল এক বিশেষ গুরুত্ব বহন করতে পারে। কারণ এই বছর থেকেই কার্যকর হতে পারে বহু প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন। যদিও এখনও পর্যন্ত কমিশন চালু হওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবুও জল্পনা তুঙ্গে।

27

সম্প্রতি কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, অষ্টম বেতন কমিশনে মূল বেতনের সঙ্গে ডিএ (মহার্ঘ ভাতা) এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ডিআর (মহার্ঘ ত্রাণ) একীভূত করা হবে—এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ বর্তমান নিয়মেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা আলাদা করে ডিএ এবং পেনশনভোগীরা আলাদা করে ডিআর পেতে পারেন। এই সংক্রান্ত ঘোষণা আগামী জানুয়ারি মাসেই হতে পারে বলে মনে করা হচ্ছে।

37

সাধারণত কেন্দ্রীয় সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে এই ঘোষণা করা হয়। সেই নিয়ম মেনেই নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে নতুন বছরের প্রথম মাসের দিকেই সরকারি কর্মীদের নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের দিকে।

47

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কমপক্ষে ২ শতাংশ বাড়তে পারে। শুধু তাই নয়, এই বৃদ্ধির সঙ্গে বকেয়া এরিয়ারও দেওয়া হতে পারে। সম্ভাব্যভাবে এই বকেয়া ১ জানুয়ারি, ২০২৬ থেকে গণনা করা হতে পারে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

57

অন্যদিকে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলেও বেতন বৃদ্ধির সুফল পেতে কর্মীদের কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। কারণ কমিশন ঘোষণার পর তার সুপারিশ কার্যকর করতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়।

67

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। একই হারে অবসরপ্রাপ্ত কর্মীরা ডিআর পাচ্ছেন। এই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সূচক অনুযায়ী জানুয়ারিতে ডিএ বৃদ্ধির হার ন্যূনতম ২ শতাংশ হতে পারে।

77

সব মিলিয়ে ২০২৬ সাল কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Read more Photos on
click me!

Recommended Stories