BJP Vs TMC: মার্চ কি এপ্রিল মাসে হবে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে এখন থেকেই জমজমাট প্রচার যুদ্ধ। এই প্রচার যুদ্ধে তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে টক্কর দিতে শুরু করেছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও তিন থেকে চার মাস বাকি রয়েছে। মার্চ কি এপ্রিল মাসে হবে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে এখন থেকেই জমজমাট প্রচার যুদ্ধ। এই প্রচার যুদ্ধে তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে টক্কর দিতে শুরু করেছে।
26
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি
রাজ্যে ২৯৪টি আসন। যারমধ্য়ে গত নির্বাচনে বিজেপি জিতছিল ৭৭টি আসনে। কিন্তু পরবর্তীকালে বিজেপির একাধিক বিধায়ক দল বদল করে ঘাসফুল শিবিরে চলে আসেন। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্য়া ৬৫। এবার সেই ৬৫টি আসন নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি। পাশাপাশি আরও অতিরিক্ত আসন যাতে দখলে আসে তার তোড়জোড় শুরু করেছে বিজেপি।
36
বিজেপির হাতিয়ার
বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির প্রধান হাতিয়ার শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। আর সেই দুর্নীতির ইস্যুতে বিজেপি শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করার বদলে বিধানসভা অনুযায়ী তৃণমূল বিধায়কদের দুর্নীতির অভিযোগগুলিকে দিয়ে নিশানা করতে শুরু করেছে। যা বিজেপির কথায় বিধানসভা-ওয়াড়ি চার্জশিট।
এক্ষেত্রে বিজেপির নিশানায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থাকছে না। বিধায়কদের পাশাপাশি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান -সকলকেই নিশানা করতে উদ্যোগী বিজেপি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, স্থায়ীদের অভিযোগগুলিকেই ইস্যু করে লড়াই করতে শুরু করেছে।
56
পাল্টা রণনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এরই পাল্টা রণনীতির কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মিলনমেলা প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের একটি সম্মেলনে অভিষেক এই বিষয়ে পাল্টা কৌশলের কথা বলেছেন। তিনি বলেছেন, 'আমি শুনছি বিজেপি নাকি তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দেবে। যেখানে দেবে, সেখানেই স্থানীয় স্তরের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরতে হবে।'
66
নিশানায় কেন্দ্র
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আরও বলেছেন, যেখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলবে সেখানেই কেন্দ্রের দ্বিচারিতার কথা তুলে ধরা হবে। কেন্দ্রীয় একাধিক প্রকল্পের টাকা দেয়নি। তাতে রাজ্যের কাজের সমস্যার কথা তুলে ধরার পরামর্শও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।