SIR নিয়ে বড় আপডেট! বঙ্গের ভুতুড়ে ভোটার বাছতে নির্বাচন কমিশন দ্বারস্থ AI-এর

Published : Nov 18, 2025, 03:00 PM IST

রাজ্যেও SIR প্রক্রিয়া চলছে। তৈরি হয়েছে একাধিক বিতর্ক। কিন্তু এবার SIR প্রক্রিয়া নিয়ে সবথেকে বড় আর চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। AI সিস্টেমের মাধ্যমে  কমিশন এবার বঙ্গের ভুতুড়়ে ভোটার বাছবে। 

PREV
15
SIR নিয়ে বড় আপডেট

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR নিয়ে প্রথম থেকেই রয়েছে প্রচুর বিতর্ক। বিহারে SIR প্রক্রিয়ার জট সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। এই রাজ্যেও SIR প্রক্রিয়া চলছে। তৈরি হয়েছে একাধিক বিতর্ক। কিন্তু এবার SIR প্রক্রিয়া নিয়ে সবথেকে বড় আর চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

25
SIR-এর AI ব্যবহার

জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গের জাল আর ভুতুড়ে ভোটার বাছতে নির্বাচন কমিশন এবার AI সিস্টেমের সাহায্য নেবে। AI দিয়েই রাজ্যের ভুয়ো, জাল আর মৃত ভোটারদের শনাক্ত করবে নির্বাচন কমিশন। তেমনই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। যদিও এই বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। সূত্রের খবর, দ্রুততার সঙ্গে সঠিক ভোটাদের বেছে নিতেই AI-এর সাহায্য নেবে নির্বাচন কমিশন।

35
প্রক্রিয়া

ভোটার তালিকার ছবির মধ্যে মুখের সাদৃশ্য বিশ্লেষণ করে AI সিস্টেম একাধিক স্থানে নাম রয়েছে এমন ব্যক্তি বা মহিলাকে শনাক্ত করবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভুয়ো ভোটার ও মৃত ভোটারের নাম যাতে না আসে তারজন্যই নির্বাচন কমিশন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে।

45
কারণ

নির্বাচন কমিশনের একাধিক আধিকার জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ছবি অপব্যবহার বেড়ে গেছে। আর সেই কারণেই সঠিক ভোটারদের নাম যাতে তালিকায় ওঠে আব ভুয়োদের নাম যাতে তালিকা থেকে বাদ হয় তারজন্যই AI সিস্টেমের সাহায্য নেওয়া হবে। নির্বাচন কমিশনের কর্তারা আরও বলেছেন একই ভোটারের ছবি দিয়ে একাধিক নাম তোলা হচ্ছে একাধিক স্থানে। সেগুলি যাতে সঠিকভাবে চিহ্নিত করা যায় তারজন্যই এআই প্রক্রিয়ায় সাহায্য নেওয়া হবে।

55
BLOদের ভূমিকা

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, বিএলওদের ভূমিকা এআই ব্যবহার করা হলেও কমবে না। কারণ তাদেরই বাড়ি বাড়ি গিয়ে ছবি সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম আর স্বাক্ষর বিএলওদের যাচাই করতে হবে। সেই ছবি মিলিয়ে দেখবে AI। তাই বিএলওদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Read more Photos on
click me!

Recommended Stories