জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গের জাল আর ভুতুড়ে ভোটার বাছতে নির্বাচন কমিশন এবার AI সিস্টেমের সাহায্য নেবে। AI দিয়েই রাজ্যের ভুয়ো, জাল আর মৃত ভোটারদের শনাক্ত করবে নির্বাচন কমিশন। তেমনই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। যদিও এই বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। সূত্রের খবর, দ্রুততার সঙ্গে সঠিক ভোটাদের বেছে নিতেই AI-এর সাহায্য নেবে নির্বাচন কমিশন।