BREAKING NEWS: প্রকাশিত হল SIR-এ বাদ যাওয়া নামের তালিকা! আপনার নাম নেই তো? ক্লিক করে জেনে নিন

Published : Dec 16, 2025, 09:43 AM ISTUpdated : Dec 16, 2025, 12:16 PM IST
SIR

সংক্ষিপ্ত

এবার সামনে এল এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা। প্রকাশিত হল নাম বাদের তালিকা । ২০২৫ সালে এসআইআর-এর পর কাদের নাম বাদ পড়ে গেল, সেই তালিকা প্রকাশিত হল।

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কতজন ভোটারের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ যেতে পারে, সেই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক। এবার সামনে এল এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা। প্রকাশিত হল নাম বাদের তালিকা । ২০২৫ সালে এসআইআর-এর পর কাদের নাম বাদ পড়ে গেল, সেই তালিকা প্রকাশিত হল।

আপনার নাম কি বাদের তালিকায় ? আপনার আত্মীয় স্বজনের নাম আছে তো? দেখে নিন ceowestbengal.wb.gov.in/asd_sir লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in/asd_sir। খসড়া ভোটার তালিকা আর কিছুক্ষণের মধ্যেই।

নির্বাচন কমিশনের নির্দেশে চালু হওয়া এসআইআর (SIR)-এর মূল লক্ষ্য হল পুরনো ও ভুল তথ্য সংশোধন করে ভোটার তালিকাকে নির্ভুল করা। এই প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম যাচাই করা হচ্ছে। সেই কারণেই ব্যাপক হারে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

খসড়ার আগেই প্রকাশ নাম বাদের তালিকা (SIR)

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এসআইআর-এর (SIR)খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। তার আগেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, কাদের নাম এই খসড়া তালিকায় থাকছেন না। অর্থাৎ নাম বাদের তালিকা আগেই প্রকাশ করা হয়েছে।

কোথায় পাওয়া যাবে এই তালিকা?

নির্বাচন কমিশন জানিয়েছে, ceowestbengal.wb.gov.in এই ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছে নাম বাদের তালিকা। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথ অনুযায়ী কতজনের নাম বাদ পড়েছে, তার সম্পূর্ণ তথ্য সেখানে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে ঢুকলেই তালিকা ডাউনলোড করা যাচ্ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বর প্রথম এই নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর প্রায় প্রতিদিনই সেই তালিকা আপডেট করা হচ্ছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই আপাতভাবে নাম বাদের চূড়ান্ত তথ্য সামনে আনা হল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন 'সাদা পাতায় পদত্যাগ' পত্র অরূপ বিশ্বাসের? ভাইরাল চিঠি নিয়ে ৩টি প্রশ্ন নেটিজেনদের
West Bengal SIR News: বোলপুর–শ্রীনিকেতনে খসড়া ভোটার তালিকা প্রকাশ! কী বলছেন BLO-রা?