'সময়মতো ভোটার লিস্ট না বেরোলেই রাষ্ট্রপতি শাসন,' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Published : Nov 15, 2025, 05:02 PM ISTUpdated : Nov 15, 2025, 05:11 PM IST
Suvendu Adhikari

সংক্ষিপ্ত

Suvendu Adhikari: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আর মাত্র কয়েক মাস বাকি। বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Elections 2025) এনডিএ (NDA) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ায় উজ্জীবিত শুভেন্দু অধিকারী।

DID YOU KNOW ?
রাজ্যে রাষ্ট্রপতি শাসন?
২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে? তেমনই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

2026 West Bengal Legislative Assembly Election: রাজ্যে কি রাষ্ট্রপতি শাসনে (President's Rule) আগামী বছর বিধানসভা নির্বাচন হবে? শনিবার সেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন পোলবায় বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শাসক দল ও সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 'সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিকভাবেই হয়ে যাবে।' বিরোধী দলনেতা আরও বলেন, 'রাজ্য সরকার অসহযোগিতা করছে তাই বিএলও-দের কাজে চাপ বাড়ছে। একেকটা এন্ট্রি করতে ২০ মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর বিরোধী। বিহারে (Bihar) এক হাজার ডেটা এন্ট্রি অপারেটার নেওয়া হয়েছিল চার মাসের জন্য।আর এখানে অনেকদিন আগে নির্বাচন কমিশন প্রোপোজাল পাঠালেও মমতার (Mamata Banerjee) নির্দেশে অর্থ দফতর তার অনুমোদন দেয়নি। তার জন্য বিএলও-রা অসুবিধায় পড়ছে। আমাদের বিজেপির কোনও অসুবিধা নেই। কোনও তাড়াহুড়োও নেই। ৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। আর ভোট না হলে ৫ মে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায়। বিজেপির কিছু নেই।'

সন্ত্রাসবাদ নিয়ে তৃণমূল কংগ্রেসকে তোপ শুভেন্দুর

অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, ‘পশ্চিমবঙ্গ জঙ্গি সাপ্লাই করার হাব। যত জঙ্গি দেশ-বিরোধী হিজবুল মুজাহিদিন যত লোককে সাপ্লাই করে। এর আগে সাদ সেখ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ধরা পড়েছিল। দেড় বছর ধরে মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে।’

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

মহিলাদের আর্থিক সাহায্য করা নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, 'বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আর জি কর ফ্যাক্টর হবে। দুর্গাপুর হবে। কসবা ল কলেজে ফ্যাক্টর হবে। ওটা তো সরকারি টাকা। আর এখানে বিজেপি-কে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। মুখ্যমন্ত্রী লাডলি বেহনা যোজনা (Chief Minister Ladli Behna Yojana)। বিজেপি-র রাজ্যে শুধু ভাতায় সীমাবদ্ধ থাকে না, যুবক-যুবতীরা চাকরিটাও পায়। চাকরিও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে। লাখপতি দিদিও বানাতে হবে। একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সব জায়গায় করেছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু।
বিহারে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?