জলে ভেসে গিয়েছে মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারেজ, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়ার বেশ কিছু জেলা। (প্রতীকী ছবি)
পুজোর আগেই বন্যা পরিস্থিতি বঙ্গে!
জলমগ্ন হয়েছে আসানসোলের বেশ কিছু জেলা। অন্ডালের অবস্থাও অত্যন্ত সংকটজনক। হাওড়া ও হুগলিরও বেশ কিছু অঞ্চল জলের তলায় ডুবে গিয়েছে। (প্রতীকী ছবি)
পুজোর আগেই বন্যা পরিস্থিতি বঙ্গে!
বহু মানুষকে ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে রাজ্য সরকার। সুরক্ষার খাতিয়ে বিপদসংকূল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বহু মানুষকে। (প্রতীকী ছবি)
পুজোর আগেই বন্যা পরিস্থিতি বঙ্গে!
জানা গিয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ২ লক্ষ ৪২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। বুধবারও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়বে ডিভিসি। (প্রতীকী ছবি)
পুজোর আগেই বন্যা পরিস্থিতি বঙ্গে!
মাইথন থেকে ৪০ হাজার ও পাঞ্চেত থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হবে বলে জানা গিয়েছে। (প্রতীকী ছবি)
পুজোর আগেই বন্যা পরিস্থিতি বঙ্গে!
জলের তলায় ডুবে গিয়েছে বহু কৃষিজমি, জনবসতি। অত্যন্ত খারাপ অবস্থা ঘাঁটালের। ঘাঁটালের বহু এলাকা ডুবে গিয়েছে জলের তলায়। অত্যন্ত সংকটজনক অবস্থা পুরশুরাতেও। (প্রতীকী ছবি)