বাড়ির বেড়া ভেঙে যৌন নিগ্রহের চেষ্টা কিশোরীকে! ফের সংবাদ শিরনামে সন্দেশখালি

Published : May 19, 2024, 08:43 AM IST
rape churu

সংক্ষিপ্ত

বাড়ির বেড়া ভেঙে যৌন নিগ্রহের চেষ্টা কিশোরীকে! ফের সংবাদ শিরনামে সন্দেশখালি

ফের শিরনামে সন্দেশখালি! ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠস সন্দেশখালিতে। এক কিশোরীরে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বেড়া ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

সিবিআইকে মেইল করে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। এরপরেই পুরো ঘটনাটি খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। লোকসভার মুখে সন্দেশখালির ঘটনা রাজ্য রাজনাতিতে ভালো প্রভাব ফেলেছে। যদিও এই ঘটনা পুরোটাই সাজান বলে দাবি শাসকদের।

কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক বিজেপি নেতাকে সন্দেশখালির ভিডিও সাজান বলে দাবি করেছেন। কিন্তু পরে এই ভিডিও সম্পূর্ণ মিথ্যা বলে জানান ও বিজেপি নেতা। অন্য দিকে এই ভিডিও একেবারে মিথ্যে বলে জানিয়েছেন সন্দেশখালির মহিলারাও।

এর মধ্যেই ফের কিশোরিকে যৌন নির্যাতন করল সন্দেশখালি। রাতের অন্ধকারে বেড়া ভেঙে ঘরে ঢুকে নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে কিশোরী। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে