'ভোটে বিজেপির মদের বাজেট ৪০ কোটি', সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে তোপ অভিষেকের

Published : May 18, 2024, 09:21 PM IST
Abhishek Banerjee

সংক্ষিপ্ত

জনসভায় অভিষেক সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথা টেনে আনেন। তারপরই আক্রমণ করেন বিজেপিকে। 

জয়নগরের জনসভা থেকে মদের বাজেট নিয়ে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার পাশাপাশি ১০০ দিনের কাজের টাকা বন্দ করে দেওয়ার অভিযোগও করেন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি বলেন, বাংলায় আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু বাংলায় ভোটের দিনে বিজেপির বাজেট ৪০ কোটি টাকা।

এদিন জনসভায় অভিষেক সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথা টেনে আনেন। যার স্টিং অপারেশনে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, 'সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলেন একটি বুথে মদ খাওয়ানোর খরচ পাঁচ হাজার টাকা।' তারপরই অভিষেকের কটাক্ষ, ১০০ দিনের কাজের টাকা বন্ধ। অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ানোর জন্য পাঁচ হাজার টাকা খরচ করে। তারপরই অভিষেক বাংলার বুথওয়াড়ি হিসেবে দিয়ে বলেন ভোটের দিনে মদ খাওয়ানর জন্য বিজেপি ৪০ কোটি টাকা খরচ করেন।

অভিষেক এদিন নির্বাচনী প্রচারমঞ্চ থেকে বলেন, একটা বুথে মদের জন্য বিজেপি ৫ হাজার টাকা খরচ করে। তা বিজেপির নেতার কথায় স্পষ্ট। তিনি প্রশ্ন করেন বাংলায় কত বুথ রয়েছে। নিজেই উত্তর দেন ৮০ হাজার। তারপরই বলেন , ৮০ হাজার বুথে মদ খাওয়ানোর জন্য বিজেপি ৪০ কোটি টাকা খরচ করে।

এদিন অভিষেক সরকারি প্রকল্পে কেন্দ্রে বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। বলেন, বিজেপি বাড়ির টাকা বন্ধ করে আর ভোটের দিনে মোদের বাজেট ৪০ কোটি টাকা। এত টাকার মদ কে খাবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, 'এলাকায় কোনও ভাল লোক বিজেপি করে না। তাই ওদের মদের জন্য এত বাজেট।'

PREV
click me!

Recommended Stories

BJP News: মুর্শিদাবাদে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ! বড়ঞায় বিজেপিতে যোগ দিল শতাধিক নেতৃত্ব
জুতো পায়ে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে তৃণমূল নেতা