আরজি কর আন্দোলনের নামে 'নাচনকোদন গিটার সবই হয়েছে', আবার বেফাঁস তৃণমূলের লাভলি

সংক্ষিপ্ত

অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরে একাধিক এলাকায় কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। ধর্না অবস্থানও করেছেন তৃণমূল। সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র।

 

আবারও আরজি কর ইস্যুতে বিতর্কিত মন্তব্য। এবার বেফাঁস মন্তব্য করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতলের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তীব্র সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্রের অভিযোগ, বিচার চাওয়ার নামে জুনিয়র ডাক্তরারা নিহত চিকিৎসকের পরিবারের দুঃখকে ব্যবহার করার চেষ্টা করছেন। জুনিয়র ডাক্তাররা আন্দোলনের নামে আনন্দ-ফূর্তি করেছেন।

অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরে একাধিক এলাকায় কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। ধর্না অবস্থানও করেছেন তৃণমূল। সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র। সেই অনুষ্ঠানেই লাভলি বলেন, 'বিচারের নামে নিহত চিকিৎসকের মায়ের যন্ত্রণা বাজারে বিক্রি করে তার থেকে রাজনৈতিক মুনাফা পাওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে নিজেদের একটি আনন্দ-ফূর্তিও চলেছে।' তিনি আরও বলেন, 'এই যে বয়ফ্রেন্ড- গার্লফ্রেন্ড বলছে... ঠিকই তো। সারারাত একসঙ্গে থাকা যাবে। গান-বাজানা হবে। কিছু নেশা হবে। বিরিয়ানি খাওয়া হেব। সারা রাত যদি এভাবে কাটে তার চেয়ে ভাল আর কী!' লাভলি বলেন, সিপিএম আদলে ব্যানার। রাত দখলের কর্মসূচিতে গান বাজানা সবই হয়েছে। গিটার বাজান হয়েছে। তাঁর কথায় 'মানে নাচনকোদন-গিটার সবই চলছে।'

Latest Videos

তবে লাভলি মৈত্রের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার সৌম্যদীপ রায়। তিনি বলেন, 'যারা নানা রকম সমালোচনামূলক কথা বলে এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন তারা আসলে কার পক্ষে? তাতা দোষীদেরই সমর্থন করছেন না!' এর আগে লাভলি মৈত্র আরজি কর ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে বদলা হবে বলে হুঁশিয়ারি জিয়েছিলেন। যদিও তাঁর সেই মন্তব্য অসন্তুষ্ট হয়েছিল তৃণমূল কংগ্রেস। সতর্কও করেছিল দলীয় নেতৃত্ব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Agnimitra Paul: ‘মমতার সরকারকে আমরা বাঁচতে দেব না!’ কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের
'পিসি চোর, ভাইপো চোর...' নিয়োগ দুর্নীতি কাণ্ডে তুমুল বিক্ষোভ BJP'র | Suvendu Adhikari News Today