TMC Councillor: ২৬ হাজার চাকরি বাতিলে বিরাট দুশ্চিন্তায় তৃণমূল কাউন্সিলর, কারণ জানতে ক্লিক করুন

Published : Apr 05, 2025, 01:42 PM IST
Asianet Bangla

সংক্ষিপ্ত

 সুপ্রিম রায়ে একধাক্কায় পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে গিয়েছে। একসঙ্গে এত সংখ্যক লোকের চাকরি চলে যাওয়ায় যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে ঠিক তখনই প্রকাশ্যে এলো ২০১৬র প্যানেল বাতিলের জেরে চাকরি খুঁইয়েছেন খোদ তৃণমূলের কাউন্সিলর।   

সোনারপুর: বৃহস্পতিবার ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে একধাক্কায় পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, অ-শিক্ষক কর্মীদের চাকরি চলে গিয়েছে। একসঙ্গে এত সংখ্যক লোকের চাকরি চলে যাওয়ায় যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে ঠিক তখনই প্রকাশ্যে এলো ২০১৬র প্যানেল বাতিলের জেরে চাকরি খুঁইয়েছেন খোদ তৃণমূলের কাউন্সিলর।

সদ্য চাকরি হারানো ওই কাউন্সিলরের নাম- কুহেলি ঘোষ। তিনি রাজপুর- সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক রাতের মধ্যে এভাবে সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় এখন কোথা দিয়ে তিনি কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন ওই কাউন্সিলর। জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ বর্তমানে হাইস্কুলের টিচার হলেও বছর পাঁচেক তিনি প্রাথমিক বিদ্যালয়েও চাকরি করেছেন।

জানা গিয়েছে, ২০১৬ সালে এসএসসি দিয়ে তিনি হাইস্কুলে চাকরি পান। তারপরে হাইস্কুলের চাকরিতেই যোগদান করেন ওই তৃণমূল কাউন্সিলর। সদ্য চাকরি হারিয়ে ওই তৃণমূল কাউন্সিলর শিক্ষিকার দাবি, তিনি শাসক দলের কাউন্সিলর হলেও আদতে তার শিক্ষাগত যোগ্যতা কোনও অংশে কম নেই। তিনি যেবার পরীক্ষা দিয়েছিলেন সেই সময় তিনি দ্বিতীয় হয়েছিলেন। কলেজেও তার ভালো রেজাল্ট রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ করেছেন। ডিএলএড-ও কমপ্লিট তার বলে জানিয়েছেন কুহেলি ঘোষ।

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল নিয়ে রায় দেয় কলকাতা হাইকোর্ট। তারপর সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। ততদিন পর্যন্ত তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের চাকরি বহাল ছিলো। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট জানিয়ে দেয় যে, নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে। নিয়োগ দুর্নীতিপূর্ণ। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা বোধ করছে না আদালত।’ অর্থাৎ ২০১৬ সালের এসএসসিতে ২৬ হাজারের যে নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট‌।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের