Panchayat Election Results 2023: দক্ষিণ ২৪ পরগনায় উড়ছে সবুজ আবির, গ্রাম দখলের লড়াইয়ে কোন ব্লকে কতটা এগিয়ে তৃণমূল?

গণনার দিন সকাল থেকেই অবশ্য বদলে গিয়েছে দৃশ্য। জয়ের উল্লাসে এদিন সকাল থেকে উচ্ছ্বাস দেখা গেল ঘাসফুল শিবিরে।

দক্ষিণ ২৪ পরগনায় ধুয়ে মুছু সাফ বিরোধীরা। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অধিকাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। উল্লেখ্য, মনোনয়ন থেকে নির্বাচন পর্বে উত্তপ্ত ছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্র। ভোটের আগের রাতেই ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছিল। খুন, জখম বোমাবাজীতে উত্তপ্ত ছিল ভাঙর থেকে বাসন্তী-সহ একাধিক কেন্দ্র। গণনার দিন সকাল থেকেই অবশ্য বদলে গিয়েছে দৃশ্য। জয়ের উল্লাসে এদিন সকাল থেকে উচ্ছ্বাস দেখা গেল ঘাসফুল শিবিরে।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৮৫। পঞ্চায়েত সমিতির ৯২৬টি এবং গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ৬৩৮৩। এর মধ্যে ভোট গণনার আগেই জেলা পরিষদের ৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩৩টি আসনে জয়ী তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও ছবিটা একই। ১৭৬৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।

Latest Videos

দক্ষিণ ২৪ পরগনায় কোন ব্লকে কত আসন পেল তৃণমূল?

বারুইপুর ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৫৭ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ২টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ৪১২ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ২৪টি আসনে)

ভাঙড় ১ ব্লক

জেলা পরিষদ - ৩ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ২টি আসনে)

পঞ্চায়েত সমিতি - ২৭ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ২৭টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২২৩ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ২২৩টি আসনে)

ভাঙড় ২ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩০ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ১৪টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২১৮ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ৮৬টি আসনে)

জয়নগর ১ ব্লক -

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৬

গ্রাম পঞ্চায়েত - ২৪৭ (তৃণমূল জয়ী ৪টি)

জয়নগর ২ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩০

গ্রাম পঞ্চায়েত - ২২৮ (তৃণমূল জয়ী ৫টি আসনে)

কুলতলী ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ২৭ (তৃণমূল জয়ী ১টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ৬৩৫ (তৃণমূল জয়ী ১৫টি আসনে)

সোনারপুর ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৩ (তৃণমূল জয়ী ৩টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২২৬ (তৃণমূল জয়ী ২৪টি আসনে)

বাসন্তী ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৯ (তৃণমূল জয়ী ১১টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ৩০৯ (তৃণমূল জয়ী ১২১টি আসনে)

ক্যানিং ১ ব্লক

জেলা পরিষদ - ৩ (তৃণমূল জয়ী ৩টি আসনে)

পঞ্চায়েত সমিতি - ৩০ (তৃণমূল জয়ী ৩০টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২৪১ (তৃণমূল জয়ী ২৪১টি আসনে)

ক্যানিং ২ ব্লক

জেলা পরিষদ - ৩ (তৃণমূল জয়ী ২টি আসনে)

পঞ্চায়েত সমিতি - ২৭ (তৃণমূল জয়ী ২৬টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২০৬ (তৃণমূল জয়ী ২০৬টি আসনে)

গোসাবা ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৪২ (তৃণমূল জয়ী ৫টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২২৮ (তৃণমূল জয়ী ৩টি আসনে)

ডায়মন্ডহারবার ১ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ২৪ (তৃণমূল জয়ী ৬টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ১৪২ (তৃণমূল জয়ী ৫৫টি আসনে)

ডায়মন্ডহারবার ২ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ২৪ (তৃণমূল জয়ী ১৭টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ১৭৬ (তৃণমূল জয়ী ১১৮টি আসনে)

ফলতা ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৮ (তৃণমূল জয়ী ৩৮টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২৩৪ (তৃণমূল জয়ী ২৩৪টি আসনে)

কুলপি ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৪২

গ্রাম পঞ্চায়েত - ২৫৪ (তৃণমূল জয়ী ২টি আসনে)

মগরাহাট ১ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৪২ (তৃণমূল জয়ী ১টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২৭৯ (তৃণমূল জয়ী ১৮টি আসনে)

মন্দিরবাজার ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩০ (তৃণমূল জয়ী ১টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ১৯৭ (তৃণমূল জয়ী ১৪টি আসনে)

মথুরাপুর ১ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩০ (তৃণমূল জয়ী ১টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ১৭৬ (তৃণমূল জয়ী ৩টি আসনে)

মথুরাপুর ২ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৩

গ্রাম পঞ্চায়েত - ২১১ (তৃণমূল জয়ী ১টি আসনে)

কাকদ্বীপ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৩ (তৃণমূল জয়ী ৬টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২৩৮ (তৃণমূল জয়ী ৪১টি আসনে)

নামখানা ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ২১

গ্রাম পঞ্চায়েত - ১৭১

পাথরপ্রতিমা ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৪৫

গ্রাম পঞ্চায়েত - ৩০৪ (তৃণমূল জয়ী ১টি আসনে)

সাগর ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ২৫

গ্রাম পঞ্চায়েত - ১৯৭ (তৃণমূল জয়ী ১টি আসনে)

বিষ্ণুপুর ১ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৩ (তৃণমূল জয়ী ৮টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২১৬ (তৃণমূল জয়ী ৬৯টি আসনে)

বিষ্ণুপুর ২ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৩ (তৃণমূল জয়ী ১টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ২০৫ (তৃণমূল জয়ী ১৯টি আসনে)

বজবজ ১ ব্লক

জেলা পরিষদ - ২ (তৃণমূল জয়ী ১টি আসনে)

পঞ্চায়েত সমিতি - ১৭ (তৃণমূল জয়ী ১৭টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ১১১ (তৃণমূল জয়ী ১১১টি আসনে)

বজবজ ২ ব্লক

জেলা পরিষদ - ৩

পঞ্চায়েত সমিতি - ৩৩ (তৃণমূল জয়ী ১৫টি আসনে)

গ্রাম পঞ্চায়েত - ১৮৭ (তৃণমূল জয়ী ৯৫টি আসনে)

ঠাকুরপুকুর মহেশতলা ব্লক

জেলা পরিষদ - ২

পঞ্চায়েত সমিতি - ১২

গ্রাম পঞ্চায়েত - ১০১ (তৃণমূল জয়ী ৪টি আসনে)

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia