মমতা-অভিষেক- তৃণমূল কংগ্রেসের দুই মাথার সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠকের পর অনেকেই বলেছেন, শোভনের তৃণমূলের ফেরা পাকা। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সত্যি কি তাই! কিছুই বলছেন না তাঁরা। তবে তৃণমূলের একটা অংশ অবশ্য জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেই শোভন তৃণমূলে ফেরার কথা বলেছিলেন। যদিও বিরোধীরা বলেছেন, সমতল ছেড়ে এবার শোভন দর কষাকষি করতে পাহাড়ে গিয়ে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে। তবে তৃণমূল বা শোভন এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।