দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে জঙ্গলে নিয়ে গিয়ে সহপাঠীকে জেরা, পুলিশের হাতে এল অবাক করা তথ্য

Published : Oct 16, 2025, 03:05 PM IST

Durgapure Gang-rape Case: দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কেটে গেছে ৬ দিনের বেশি সময়। কিন্তু এখনও পুলিশ নিশ্চিত নয় এটি গণধর্ষণ না ধর্ষণ। আজ ক্রাইমসিনে নিয়ে গিয়ে জেরা করা হয় সহপাঠীকে। 

PREV
15
দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ-কাণ্ড

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কেটে গেছে ৬ দিনের বেশি সময়। কিন্তু এখনও পুলিশ নিশ্চিত নয় এটি গণধর্ষণ না ধর্ষণ। নির্যাতিতার সহপাঠী-সহ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতার করা হয়েছে সহপাঠীকে। কিন্তু এখনও পুলিশ একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে।

25
ঘটনাস্থলে নির্যাতিতার সহপাঠী

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার নির্যাতিতার সহপাঠীকে ফের নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। সেখানে দাঁড়িয়েই সহপাঠীকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী সূত্রের খবর, সহপাঠীর বয়ানে একাধিক অসঙ্গতি থাকার জন্যই তাঁকে গ্রেফতার হয়েছিল। সহপাঠীর সঙ্গে নির্যাতিতা ও বাকি অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখছে পুলিশ।

35
ঘেরা হল আরও ৫০ মিটার

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে তথ্যপ্রমাণ যাতে লোপাট না হয়ে যায় তারজন্য আগেই পুলিশ ক্রাইম সিন চিহ্নিত করেছিল। কিন্তু এদিন সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর ক্রাইম সিনের আয়তন আরও বাড়িয়ে দিল তদন্তকারীরা। আরও ৫০ মিটার এলারা বাড়িয়ে দিয়ে ক্রাইম সিন চিহ্নিত করা হয়েছে।

45
ক্রাইম সিন বাড়ানোর কারণ

তদন্তকারী সূত্রের খবর, সহপাঠীর কথায় একাধিক অসঙ্গতি রয়েছে। আর সেই কারণেই ঘটনাস্থলে এনে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই তদন্তকারীরা ধৃত সহপাঠীর কাছ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার চেষ্টা করেন। আর তার করতেই গিয়েই তদন্তকারীদের মনে হয়েছিল ঘটনাস্থলটি আরও বিস্তৃত। সেই কারণেই আগের তুলনায় ক্রাইম আরও ৫০ মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানেই আবারও গেছে ফরেন্সিক দল।

55
ক্যাম্পাস থেকে ঘটনাস্থলের দূরত্ব

দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ক্রাইম সিন অর্থাৎ ঘটনাস্থল থেকে ক্যাম্পাসের দূরত্ব মাত্র ৫০০ মিটার। পাকা রাস্তা থেকে একটি মাটির রাস্তা বেরিয়ে গিয়েছে। প্রায় একশো ফুট এগিয়ে সেটি দুইভাগে ভাগ হয়েছে। শ্মশান ও মন্দিরের দিকে দুটি পথ চলে গিয়েছে। সংস্কীর্ণ রাস্তাটি গিয়েছে গ্রামেস। এই সরু রাস্তাতেই অপরাধ হয়েছিল বলে প্রাথমিক তদন্ত অনুমান তদন্তকারীদের।

Read more Photos on
click me!

Recommended Stories